সিলেটটুডে ডেস্ক

০২ অক্টোবর, ২০১৭ ১৬:৩৮

লায়ন্স ক্লাব সিলেটের সেবা সপ্তাহের দ্বিতীয় দিন পালিত

লায়ন্স ক্লাব অব সিলেটের ‘অক্টোবর সেবা সপ্তাহ-২০১৭’ এর দ্বিতীয় দিনের বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। দিনব্যাপী এসব কর্মসূচীর মধ্যে ছিলো বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ডেন্টাল ক্যাম্প, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ এবং এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

সোমবার (২ অক্টোবর) বেলা ২টায় শহরতলীর জামেয়া হুসাইনিয়া দলদলি উত্তর বালুচর মাদ্রাসার শিক্ষার্থীদের ফ্রি ডেন্টাল চিকিৎসা দেওয়া হয়।

এছাড়া একই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম বিতরণ এবং এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। তাছাড়া মাদ্রাসা ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির তিন শতাধিক বৃক্ষ রোপণও করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ১ এর প্রাক্তন জেলা গভর্নর লায়ন ডাক্তার আজিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সিলেটের প্রেসিডেন্ট লায়ন সৈয়দ এম এ কাইয়ুম, ক্লাব সেক্রেটারি লায়ন ডা. সোলাইমান আহমদ, লায়ন্স ক্লাব অব সিলেটের অক্টোবর সেবা মাস-২০১৭ এর চেয়ারম্যান লায়ন আব্দুল হামিদ, জয়েন্ট ট্রেজারার লায়ন হুমায়ুন কবীর, লায়ন মুছাব্বির মোহাম্মদ মুসা, লায়ন ফজলুল বাসিত বেলাল, ইউপি সদস্য আবুল কাশেম চৌধুরী, মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মুফতি আলী আহমদ, মাওলানা আব্দুল মতিন, মো. মুফতি আবুল হোসেন, মাওলানা আব্দুল মুমিন, মাওলানা খুরশেদ আলম, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা শওকত আহমদ, ক্বারী আহমদ শফী, হাফিজ মাওলানা ইয়াহিয়া, লিও জাকির আহমদ, ওয়ার্ড মেম্বার খালেদ আহমদ, সমাজসেবী মো. সালাহউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন লায়ন্স ক্লাব অব সিলেটের ভাইস প্রেসিডেন্ট লায়ন ডা. খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান।

আপনার মন্তব্য

আলোচিত