দিরাই প্রতিনিধি

০৯ ডিসেম্বর, ২০১৭ ২৩:২১

দিরাইয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দিরাই শাল্লায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করছেন। কারণ শিক্ষিত সমাজ গঠনের মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা, মানুষ যত শিক্ষাই নিক না কেন, ধর্মীয় শিক্ষা না পেলে তা পূর্ণাঙ্গ হয় না তাই জননেত্রী শেখ হাসিনার সরকার ধর্মীয় শিক্ষাকে ছড়িয়ে দেয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ নির্মাণে জঙ্গীবাদমুক্ত দেশ গঠনে সকলকে একযোগে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমৃদ্ধশীল সোনার বাংলাদেশ গড়ে তুলতে হলে এবং লক্ষিত সময়ের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া নেছারিয়া দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা আবু সাঈদ সৈয়দ এর সভাপতিত্বে ও মাওলানা আব্দুল ওয়াদুদ নাছিমের পরিচালনায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আরো বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক কাজী আব্দুল আওয়াল, সাইফুল ইসলাম জিহাদি, নুরুল কাইয়ূম ফুল মিয়া, মহানগর তাঁতিলীগের সাধারণ সম্পাদক নোমান আহমদ, হাওর উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক খালেদ আহমদ, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আবু সালেহ, আওয়ামীলীগ নেতা আফজল আলী,কৃষকলীগ নেতা সুফি মিয়া,নৌশাদ মিয়া, মগনিব হোসেন,যুবলীগ নেতা জুয়েল মিয়া, তাঁতিলীগ নেতা লেবাস মিয়া,সমসু মিয়া, সুবেল মিয়া, ছাত্রলীগ  নেতা বেলায়েত হোসেন, জাহেদ হাসান,আকিকুর রহমান।

পরে বেলা ২ টায় সরালীতোপা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় পরিচালনা কমিটির সভাপতি হাজী মজনু মিয়ার সভাপতিত্বে মাদ্রাসার সুপার মাওলানা শহীদুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মাওলানা শাহীনুর ইসলাম, হাবিবুর রহমান, দনাই মিয়া,আবুল কালাম আজাদ।

বিকাল ৫ টায় মার্কুলী গ্রাম দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় ইউপি সদস্য ইলাইছ মিয়ার সভাপতিত্বতে মাদ্রাসা কমিটির সচিব মাওলানা শহীদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম,রতি মিয়া, মহিবুর রহমান, শাহিন আলম,জিহান আলী, মুতাহার, রেজ্জাক,ঝিনুক, উবাইদুল ইসলাম।

সন্ধ্যায় ৭ টায়  টুক চানপুর মদীনাতুল উলুম মাদ্রাসায় পরিচালনা কমিটির সভাপতি আব্দুস ছালামের সভাপতিত্বে জামাল আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা আবুল কালাম সাহেব,সহকারী শিক্ষক মাওলানা আজিজুর রহমান, হাবিবুর রহমান, মখলিছুর রহমান,আক্তার হুসেন,আবুল হুসেন,তছির আলী,মতলিব মিয়া,ইলাইছ মিয়া প্রমুখ।

এছাড়াও বৈরী আবহাওয়া উপেক্ষা করে এডভোকেট শামসুল ইসলাম দিনব্যাপী দিরাই-শাল্লার বিভিন্ন গ্রামে গণসংযোগ ও মতবিনিময় করেন।

আপনার মন্তব্য

আলোচিত