সিলেটটুডে ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০১৭ ১৭:০৩

সাংবাদিক আতার উপর হামলার ঘটনায় সিলেট সাংবাদিক ইউনিয়নের নিন্দা

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

সোমবার (২৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল মনসুর, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক এম. শামীম আহমেদ বলেন, সাংবাদিক সমাজ আজ কোথাও নিরাপদ নয়। সাংবাদিকদের আজ সব জায়গায় শারীরিকভাবে যেমন নির্যাতন লাঞ্ছনার শিকার হচ্ছি, তেমনি এখন আমাদের বাসা-বাড়িতেও হামলা হচ্ছে। পরিবারের মহিলা সদস্য, এমনকি সন্তানদের উপরও হামলা-নির্যাতন হচ্ছে। আতাউর রহমান আতা সিলেটের একজন প্রবীণ এবং সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক। একটি শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করতে দেখে তিনি প্রতিবাদ করায় তার বাসায় হামলা করে সন্ত্রাসীরা ভাংচুর করেছে। এমনকি তার প্রতিবন্ধী সন্তান এবং বাসার মহিলাদের গায়ে হাত তোলার স্পর্ধা ও দেখিয়েছে তারা।

অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করায় প্রশাসনের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত