সিলেটটুডে ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০১৭ ২২:০৬

প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক সংকলন 'বিজয় চিরন্তন'

বিজয়ের মাস ডিসেম্বরে বেরিয়েছে সাংবাদিক আকাশ চৌধুরী সম্পাদিত মুক্তিযুদ্ধ বিষয়ক সংকলন 'বিজয় চিরন্তন' তৃতীয় সংখ্যা।

এ সংখ্যায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ঐতিহাসিক স্বীকৃতি পাওয়ার পর নাগরিক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ থেকে সংকলিত করে লেখা 'ইতিহাস প্রতিশোধ নেয়'সহ প্রখ্যাত লেখক অধ্যাপক মুনতাসীর মামুন, কবি আসাদ চৌধুরী, নির্মলেন্দু গুণ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, অধ্যাপক মোহাম্মদ আনােয়ার হোসেন, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার, নাট্য ব্যক্তিত্ব পীযুষ বন্দ্যোপাদ্যায়, বিশিষ্ট সাংবাদিক স্বদেশ রায়, কবি হালিম আজাদ, কবি মুস্তাফিজ শফিসহ ২৮ জন লেখকের লেখা স্থান পেয়েছে।

দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরী ২০১৫ সাল থেকে ব্যক্তি উদ্যোগে নিয়মিত 'বিজয় চিরন্তন' প্রকাশনা করে আসছেন। এছাড়াও স্বাধীনতার মাস মার্চে আলাের মিছিল নামে আরও একটি সংকলন প্রকাশানা হয় তার সম্পাদনায়।

 

আপনার মন্তব্য

আলোচিত