সিলেটটুডে ডেস্ক

১৪ জানুয়ারি, ২০১৮ ১৭:৫৯

মুক্তিযোদ্ধাদের সম্মান করলে দেশ ও জাতি সম্মানিত হয় : মিসবাহ সিরাজ

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদানের মাধ্যমে দেশ ও জাতি সম্মানিত হয়। যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশকে স্বাধীন করেছে তারাই দেশের শ্রেষ্ঠ সন্তান।

মুক্তিযুদ্ধের চেতনায় দেশের মানুষকে জাগ্রত করতে হৃদয়ে সিলেট আন্তর্জাতিক মুজিব ফোর্স সংগঠনের কার্যক্রম প্রশংসনীয় উল্লেখ করে তিনি আরো বলেন, স্বাধীনতা, মুক্তিযোদ্ধা সহ সকল মানুষের প্রিয় প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সকলকে এক যোগে কাজ করতে হবে।

রোববার বিকেলে সিলেট কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণে হৃদয়ে সিলেট আন্তর্জাতিক মুজিব ফোর্স এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, শীতবস্ত্র বিতরণ এবং সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হৃদয়ে সিলেট আন্তর্জাতিক মুজিব ফোর্স এর সহ সভাপতি হোসেইন আহমদের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক কিবরিয়া আহমদ অপু’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার।

বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী, সালাহ উদ্দিন পারভেজ, সাংগঠনিক সম্পাদক বাবুল আহমদ, সালেহ আহমদ শাহিন, সহ সাংগঠনিক সম্পাদক আলীম উদ্দিন, সহ প্রচার সম্পাদক সানজিদ আহমদ, জেলা ছাত্রলীগ নেতা রাজু আহমদ, রাজন আহমদ মুন্না প্রমুখ। অনুষ্ঠানে ৩০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা, সম্মাননা স্মারক এবং ২শ’ পিচ কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ। প্রধান অতিথি আগামী সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে বিজয়ের মাধ্যমে জাতীয় নির্বাচনেও নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

আপনার মন্তব্য

আলোচিত