সিলেটটুডে ডেস্ক

২৭ জানুয়ারি, ২০১৮ ১৬:২৩

গোলাপগঞ্জের শিলঘাটে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিলঘাট ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০১৮ এর ভোটদান কার্যক্রম।

শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৯ টায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হওয়া এই নির্বাচনের ভোটগ্রহণ চলে ১টা পর্যন্ত। নির্বাচনে ৭টি পদের বিপরীতে প্রার্থী ছিল ১১ জন।

নির্বাচনে ৩য় শ্রেণীর আহসান সিফাত তালহা, ৪র্থ শ্রেণীর ইকরাত তাবাসুম, ৫ম শ্রেণীর জিসান আহমদ রিফাত, ৫ম শ্রেণীর ওহিদুর রহমান, ৫ম শ্রেণীর দেবর্শ্রী আচার্য, ৩য় শ্রেণীর সুতর্শ্রী আচার্য ও ৪র্থ শ্রেণীর মাজেদা বেগম বিজয়ী হয়।   

নির্বাচনে শিশুদের মধ্যেই নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, সহ-প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, আনসার, সবকিছু মিলিয়ে যেন পুরোদস্তর নির্বাচনী আমেজ। প্রত্যেক শিশুই অত্যন্ত সুচারুভাবে নিজেদের দায়িত্ব পালন করছে। শিশুদের এই নির্বাচন দেখতে ভোটকেন্দ্রে বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিঠিসহ অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ভবিষ্যতে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে উঠতে এরকম নির্বাচনের আয়োজন দেখে মুগ্ধ অভিভাবকরা।

আপনার মন্তব্য

আলোচিত