সিলেটটুডে ডেস্ক

১০ ফেব্রুয়ারি , ২০১৮ ১৮:২৯

সিলেটে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বামাসাক’র উদ্বেগ

সিলেটে আবারো সাংবাদিকদের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশন (বামাসাক)। এ ধরনের কার্যকলাপকে সংবাদ মাধ্যমের স্বাধীনতার পরিপন্থী বলে তারা মন্তব্য করেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করেন তারা।

বিবৃতিতে কমিশনের নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর এ ধরনের হামলায় নিন্দা প্রকাশ করে অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেপ্তার করার দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলূ ও সাধারণ সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির।

উল্লেখ্য, শনিবার সিলেট নগরীর মির্জাজাঙ্গালে দুর্বৃত্তরা হামলা চালায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মাধব কর্মকার ও একই চ্যানেলের ক্যামেরা পারসন গোপাল বর্ধনের উপর। তারা বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

আপনার মন্তব্য

আলোচিত