সিলেটটুডে ডেস্ক

১১ মার্চ, ২০১৮ ১৭:৩১

সুনাগরিক হিসেবে গড়ে উঠতে খেলাধুলা অপরিহার্য: আব্দুল মোমেন

জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন বলেন, খেলাধুলার মাধ্যমে দেশ এবং জাতির সুনাম অর্জন সহ নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব। খেলাধুলা মানুষের শরীর ও মন সুস্থ রাখে। মেধা-মনন ও আত্মার বিকাশে খেলাধুলা সহায়ক ভূমিকা পালন করে। তাই আমাদের শরীর ও মনকে সুস্থ ও সবল রাখতে প্রতিদিন নিয়মিত খেলাধুলা করা প্রয়োজন। আর সুনাগরিক হিসেবে গড়ে উঠতে ক্রীড়া অপরিহার্য।

শুক্রবার (৯ মার্চ) রাত ৯টায় সিলেট নগরীর আরামবাগ ক্রীড়া সংঘ আয়োজিত মরহুম আব্দুল মন্নান চৌধুরী স্মৃতি নাইট সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের  উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহসভাপতি, সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ এর সভাপতিত্বে ও তারেক হাসান সোহাগের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু, রাজা মেম্বার, জাবেদ সিরাজ, সুহিন চৌধুরী, আবুল হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত