সংবাদ বিজ্ঞপ্তি

১৫ মার্চ, ২০১৮ ১৯:৪৫

সিলেটে পূবালী ব্যাংকের ১২টি শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সিলেটে পূবালী ব্যাংকের ১২ টি শাখায় ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।  গত ৫ কর্মদিবসে (রবি-বৃহস্পতিবার) সিলেটে পূবালী ব্যাংকের সিলেট পূর্ব ও পশ্চিম অঞ্চলের মোট ১২টি শাখায় ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত হয়।

‘পূবালী ব্যাংকে আমানত রাখুন, নিরাপদে থাকুন’ শ্লোগান নিয়ে সারাদেশের মতো সিলেটে আয়োজিত গ্রাহক সমাবেশে উপস্থিত গ্রাহকবৃন্দ পূবালী ব্যাংকের বিভিন্ন সেবা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। একই সংগে তাঁরা ব্যাংকিং সেবার মান আরও বৃদ্ধিতে করণীয় সম্পর্কে তাঁদের মতামত ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (১৫ মার্চ) সন্ধ্যায় পূবালী ব্যাংকের গোবিন্দগঞ্জ শাখায় ‘গ্রাহক সমাবেশ’ এ প্রধান অতিথি ছিলেন, ব্যাংকের পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. জিয়াউল হক চৌধুরী। শাখা ব্যবস্থাপক শহীদুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্যাংকের সিলেট স্টেডিয়াম শাখার সহকারী মহা-ব্যবস্থাপক অঞ্জন দাস।

গত বুধবার ৪টি শাখায় এরূপ কর্মসূচি পালিত হয়। শাখাগুলো হলো চৌধুরী বাজার, ঢাকা দক্ষিণ, আছিরগঞ্জ, জগন্নাথপুর শাখা। এসব সমাবেশে সভাপতিত্ব করেন স্ব স্ব শাখার ব্যবস্থাপক যথাক্রমে শৈলেন সরকার, রত্নেশ্বর সরকার, মো. ইয়াছিন উদ্দিন সোহেল ও উত্তম চন্দ্র দাস। স্ব স্ব শাখা প্রাঙ্গণে দরগাহ্‌ গেইট, ফেঞ্চুগঞ্জ, চন্দরপুর বাজার ও বালাগঞ্জ শাখার ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার সন্ধ্যায়। স্থানীয় সুধীবৃন্দের অংশগ্রহণে এসব সমাবেশে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক যথাক্রমে মো. ফজলুল কবির চৌধুরী, বিনায়ক চক্রবর্তী, রায়হান হোসেন ও খন্দকার মো. আজিমুজ্জামান। দরগাগেইট শাখার সমাবেশে ব্যাংকের পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মাহবুব আহমদ ও ফেঞ্চুগঞ্জ শাখার সমাবেশে সিলেট শাখার সহকারী মহা-ব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সোমবার সিলেট স্টেডিয়াম ও শাহপরান গেইট শাখায় একই কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক যথাক্রমে অঞ্জন দাস ও মাকসুদা বেগম। গেল সপ্তাহের শুরুর দিন রোববার পূবালী ব্যাংকের মহিলা কলেজ শাখার গ্রাহক সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক জাকিয়া সুলতানা।    


আপনার মন্তব্য

আলোচিত