সিলেটটুডে ডেস্ক

১৮ মার্চ, ২০১৮ ১৬:২৭

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে আলোচনা সভা ও জাতির জনকের জন্মদিন উদযাপন করা হয়েছে।

শনিবার (১৭ মার্চ) ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন, প্রফেসর ড. তোফায়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে। সহযোগী অধ্যাপক মো. তানভীর আহমেদ চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বঙ্গবন্ধুর বিভিন্ন দিক বিশেষ করে ক্ষমা, আবেগ, মানুষের প্রতি তাঁর ভালোবাসা ও বিশ্বাসের গভীরতা এবং তাঁর নেতৃত্বের গুণাবলী নিয়ে হৃদয়গ্রাহী আলোচনা করেন।

'আজকের শিশু আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ' তাই জাতীয় শিশু দিবসে শিশুদের বিভিন্ন অধিকারের প্রতিও উপস্থিত আলোচকবৃন্দ গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে উপস্থিত সকল শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তাবৃন্দ কেক কেটে জাতির জনকের জন্মদিন উদযাপন করেন।

আপনার মন্তব্য

আলোচিত