সিলেটটুডে ডেস্ক

১৮ মার্চ, ২০১৮ ১৮:৪০

জাতীয় পার্টির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সিলেটে প্রস্তুতি সভা

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা শাখার আহবায়ক এটিইউ তাজ রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশগ্রহণ করবে। পার্টির তৃনমূল নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি বলেন, জাতীয় পার্টিকে পুনরায় ক্ষমতায় আনতে আপনারা নিরলসভাবে কাজ করে যান। জাতীয় পার্টির আজকের অবস্থানে আসতে আপনাদের অংশীদারিত্ব রয়েছে। দলের স্বার্থে কাজ করলে দলও আপনাদের মনে রাখবে, মূল্যায়ন করবে।

শনিবার (১৭ মার্চ) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদের হল রুমে ২৪ মার্চ জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সিলেট জেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উসমান আলী চেয়ারম্যানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাহিদা আক্তার চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুদ্দিন খালেদ, বশির আহমদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইসমাইল আলী আশিক, সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মালেক খাঁন, সিলেট জেলা যুব সংহতির সভাপতি আলতাফুর রহমান, সাধারণ সম্পাদক মর্তুজা চৌধুরী, স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহবায়ক আবু ফরহাদ, জেলা জাতীয় পার্টির সিনিয়র সদস্য দৌলা মিয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির নেতা কয়েছ আহমদ, আতিকুর রহমান, মঈন উদ্দিন, জাতীয় পার্টি গোয়াইনঘাট উপজেলার সদস্য সচিব ফখরুল আহমদ, জৈন্তাপুর উপজেলা সভাপতি জামাল আহমদ, মোগলাবাজার থানা জাতীয় পার্টির সভাপতি নিমার আলী, সাধারণ সম্পাদক শহিদ আহমদ, জাতীয় পার্টি নেতা মো. বাচ্চু মিয়া, এসএম শামিম আহমদ, দক্ষিণ সুরমা যুব সংহতির আহবায়ক আক্তার হোসেন, সদস্য সচিব বুলবুল আহমদ, যুগ্ম আহবায়ক ফয়জুল ইসলাম গেদুল, মোগলাবাজার থানা যুব সংহতির আহবায়ক আব্দুল্লাহ সিদ্দিকী, জেলা ছাত্র সমাজের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, সিলেট তরুণ পার্টির কামাল আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত