সিলেটটুডে ডেস্ক

২৬ এপ্রিল, ২০১৮ ১৬:০৩

সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের আরো যত্নশীল হতে হবে: সিরাজুল ইসলাম

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ পরিচালক (প্রশিক্ষণ) মো. সিরাজুল ইসলাম বলেছেন, যেকোনো ধরনের সড়ক দুর্ঘটনা এড়াতে জনসচেতনতার বিকল্প নাই। লাইসেন্সধারী চালকরা অনেক বিষয় জানাশোনার পরেও সচেতনতার অভাবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হন। তাই প্রত্যেক চালককে যাত্রী সাধারণ ও নিজের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে অবশ্যই সচেতন হতে হবে। আমাদের দেশের চালকরা বিদেশে গাড়ি চালিয়ে সুনাম অর্জন করেন। কারণ সেখানে তারা আইনের প্রতি যত্নশীল থাকে। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ চালকরাই ট্রাফিক আইন জানেন, কিন্তু মানেন না। যার কারণে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির মত ঘটনা ঘটছে। তাই সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের আরো যত্নশীল হতে হবে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সিলেট সার্কেলের উদ্যোগে পেশাজীবী গাড়ি চালকদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী 'দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক' প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

বিআরটিএ সিলেট বিভাগের উপপরিচালক মো. আবদুস সাত্তারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিআরটিএ সিলেট বিভাগের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. ডালিম উদ্দিন, বিআরটিএ সহকারী পরিচালক সিলেট সার্কেল (ইঞ্জি.) কেএম মাহবুব কবির, সিলেট জেলা ট্রাফিক বিভাগ পুলিশ পরিদর্শক তপন তালুকদার, বিআরটিএ মোটরযান পরিদর্শক সিলেট সার্কেল মো. জমির হোসেন, বিআরটিএ মোটরযান পরিদর্শক সিলেট সার্কেল মো. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

কর্মশালায় সচেতনতা মূলক ভিডিও চিত্র প্রদর্শন সহ ট্রাফিক নিয়মনীতির গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।

আপনার মন্তব্য

আলোচিত