সিলেটটুডে ডেস্ক

২৬ এপ্রিল, ২০১৮ ১৭:৪৫

হাটখোলা ইউনিয়নে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

হাটখোলা-জালালাবাদের সামাজিক সংগঠন বাতিনিকেতনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও রক্তদানে উৎসাহ বিষয়ক আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

বুধবার (২৫ এপ্রিল) হাটখোলা ইউনিয়নের (পিঠারগঞ্জ বাজারে) এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।

বাতিনিকেতনের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ কুতুব আল ফরহাদের সভাপতিত্বে ও সহসাংগঠনিক সম্পাদক শামিম আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম, জনকল্যাণ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আকবর আলী, পিঠারগঞ্জ মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা আব্দুস সাত্তার, ৮নং ওয়ার্ডের মেম্বার আপ্তাব উদ্দিন, সাবেক মেম্বার দিলবর আহমদ, বিশিষ্ট সমাজসেবক বাদশা মিয়া, ফারুক আহমদ, সেলিম আহমদ, দুলাল রেজা, মোহাম্মদ আলী, সিলেটের ইচ্ছা পূরণ সামাজিক সংগঠনের সভানেত্রী জান্নাতুল রেশমা।

সিলেটের ইচ্ছা পূরণ সামাজিক সংগঠনের বিশেষ সহযোগিতায় অনুষ্ঠিত কার্যক্রমে মোট ৮৭৬ জন মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডা. সুহেল আহমদ, জাহাঙ্গীর আলম, বাতিনিকেতনের সভাপতি মুজাহিদুল ইসলাম। ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন বাতিনিকেতন ব্লাড ডোনার সচিব সুলাইমান আহমদ সহসচিব রাসেল আহমদ, বাতিনিকেতন কর্মি সাঈদ আমিন মিলাদ, ছাদিক আহমদ ছাদি, ছাদিক আহমদ, আল মহসিন, ইমরান আহমদ, হারুন আহমদ, আলী আমজদ, মুস্তাকিম আহমদ, সজিব আহমদ, মামুন আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত