০৭ মে, ২০১৮ ১৮:২৭
জাতীয় সংসদ ও সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ছানাওরের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
সোমবার (৭ মে) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তারা আগামী জাতীয় সংসদ ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিস্তারিত আলাপ আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা এম এ হান্নান, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান, সিনিয়র সহসভাপতি মুহিব উস সালাম রিজভী, সহসভাপতি এনায়তুল বারী মোর্শেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য