সিলেটটুডে ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০১৯ ১৮:০০

বিজয় দিবসে জেলা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে সিলেট জেলা প্রেসক্লাব। দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর সকাল ১০টায় ক্লাবের সদস্যরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

ক্লাব সভাপতি তাপস দাশ পুরকায়স্থের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেলের পরিচালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল দেশের আপামর মানুষ। কেবলমাত্র গোটিকয়েক বিশ্বাসঘাতক পাকহানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে এ দেশে গণহত্যা চালিয়েছিল। একাত্তরের এই পরাজিত শক্তি এখনো ঘাপটি মেরে আছে। বাংলাদেশের অস্তিত্ব ধ্বংস করতে এই শক্তিই ১৯৭৫ সালে জাতির জনককে সপরিবারে হত্যা করেছিল। এখনো সুযোগ পেলেই এরা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে। এদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

আলোচনা সভায় বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, সাবেক সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, বর্তমান সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির, সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, দৈনিক যুগভেরীর নির্বাহী সম্পাদক অপূর্ব শর্ম্মা, আইনজীবী শায়েজ বদরুল চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা।

আলোচনা সভা ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন, ক্লাব সদস্য মোহাম্মদ মহসীন, শফিকুর রহমান চৌধুরী, আলী আকবর চৌধুরী কোহিনূর, মুজিবুর রহমান ডালিম, এমএ মালেক, সুব্রত দাশ, ইয়াহইয়া মারুফ, শাহীন আহমদ, দিব্য জ্যোতি সী, আবদুল আহাদ, নিজামুল হক লিটন, সুলতান সুমন, রাহুল তালুকদার পাপ্পু, মখলিছুর রহমান।

আপনার মন্তব্য

আলোচিত