সিলেটটুডে ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০১৫ ২০:৫৯

অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের এমদাদুল হকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

সড়ক দূর্ঘটনায় নিহত অটোরিক্সা চালক মো. এমদাদুল হকের পরিবারকে আর্থিক সাহায্য দিয়েছে সিলেট জেলা অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং চট্ট-৭০৭) অন্তর্ভুক্ত সোবহানীঘাট গোলচত্তর শাখা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সোবহানীঘাট গোলচত্তর শাখার সকল সদস্যবৃন্দের পক্ষ থেকে মরহুমের স্ত্রী লাকী বেগমের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং চট্ট-৭০৭)অন্তর্ভুক্ত সোবহানীঘাট গোলচত্তর শাখার সভাপতি মো. আক্তার হোসেন, সম্পাদক মো. নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানিক গাজী, মেম্বার মো. কাজল মিয়া প্রমুখ।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই অসহায় পরিবারটির পাশে বিত্তশালীদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানান।  

আপনার মন্তব্য

আলোচিত