সংবাদ বিজ্ঞপ্তি

১৮ ডিসেম্বর, ২০১৯ ১৮:৪১

‘মণিপুরি চলচ্চিত্র ভাণ্ডারকে সমৃদ্ধ করবে বিধির বিধান’

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মণিপুরিদের নৃত্যকলাকে অনেক ঊর্ধ্বে নিয়ে গেছেন। ফলে দৃষ্টি কেড়েছে বিশ্বজাতির। এর ধারাবাহিকতা ধরে রাখতে এই জাতির সাহিত্য, সংস্কৃতিচর্চা অব্যাহত রাখতে হবে। এমন প্রেক্ষাপটে ‘বিধির বিধান’ মণিপুরি চলচ্চিত্র ভাণ্ডারকে সমৃদ্ধ করবে বলে জানান বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার চলচ্চিত্র বিধির বিধান নির্মাণপূর্ব মতবিনিময় সভায় বক্তারা।

মণিপুরি ভাষার ফিল্ম বিধির বিধান নির্মাতা প্রতিষ্ঠান জিএইচবিডিএস’র ব্যবস্থাপনা পরিচালক হৃষীকেশ সিনহা ঋষি বলেন, বিষ্ণুপ্রিয়া মণিপুরিদের জীবনযাত্রা ও সংস্কৃতি নিয়ে ‘বিধির বিধান’ নির্মিত হচ্ছে। প্রথমে বিষ্ণুপ্রিয়া ভাষায় নির্মিত হলেও পরবর্তীতে বাংলা, অহমিয়া ও ইংরেজিতে ডাবিংয়ের চিন্তা রয়েছে ছবিটি। কারণ বাংলা, বিষ্ণুপ্রিয়া মণিপুরি ও অহমিয়া এই তিন ভাষার মধ্যে বিরাট মিল রয়েছে। এই মিল তিন ভাষাভাষীদের মধ্যে বাড়তি একটা আবেগের বন্ধনে আবদ্ধ রেখেছে। ফলে এই তিন ভাষার গান, নাটক, চলচ্চিত্র পরস্পর তিন ভাষাভাষী লোকজনই সহজেই বুঝে উঠতে পারেন। ভাষার টানেই পৃথক ভাষাগোষ্ঠীর লোকজন হওয়া স্বত্বেও বাহান্নের ভাষা আন্দোলনে বিষ্ণুপ্রিয়া মণিপুরিরা অংশ নিয়েছিলেন। এসব বিষয় বিবেচনায় নিয়েই বিষ্ণুপ্রিয়া মণিপুরি ছাড়াও বাংলাদেশের বাংলাভাষী বৃহৎ জনগোষ্ঠীর পরামর্শ, আশীর্বাদ নিতে বাংলাদেশে এসেছি।

ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা’র সিলেটস্থ কনফারেন্স হলে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে মণিপুরি সমাজকল্যাণ সমিতি সিলেট জেলা শাখার আয়োজনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মণিপুরি সমাজকল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সভাপতি নির্মল কুমার সিংহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহের পরিচালনায় মত বিনিময় সভায় বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার ফিল্ম বিধির বিধান নির্মাতা প্রতিষ্ঠান জিএইচবিডিএস’র ব্যবস্থাপনা পরিচালক হৃষীকেশ সিনহা ঋষি।

মণিপুরি সমাজকল্যাণ সমিতি সিলেট জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ টেলিভিশনের সিলেট বিভাগীয় প্রধান ও দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা’র সভাপতি ও দেশ টিভির বিভাগীয় প্রধান বাপ্পা ঘোষ চৌধুরী, প্রামাণ্য চিত্রনির্মাতা নিরঞ্জন দে যাদু, মণিপুরি আসামের বিষ্ণুপ্রিয়া মণিপুরি রাইটার্স ফোরামের সভাপতি কবি দিল্স্ লক্ষ্মীন্দ্র সিংহ, আসামের সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি সংস্কৃতি পরিষদের জেনারেল সেক্রেটারি আশুতোষ সিংহ রবি, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার ও সিলেট সান মিডিয়া গ্রুপের চেয়ারম্যান ফয়ছল আহমদ বাবলু, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র সিলেট বিভাগীয় প্রধান ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, দৈনিক সিলেটের দিনকালের নির্বাহী সম্পাদক নাজমুল কবির পাভেল, মণিপুরী সমাজকল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমলা বাবু সিংহ, ক্রীড়া ব্যক্তিত্ব দীপাল কুমার সিংহ, সমাজসেবী রবীন্দ্র কুমার সিংহ, ডেইলি স্টারের সিনিয়র ক্যামেরা পার্সন শেখ আশরাফুল আলম নাসির, ডিবিসি টিভি’র বিভাগীয় প্রধান প্রত্যুষ তালুকদার, ইমজা’র সাবেক সভাপতি ও দেশ টিভির ক্যামেরা পার্সন আশরাফুল কবীর, যমুনা টেলিভিশনের রিপোর্টার মাইদুল ইসলাম রাসেল, দৈনিক যুগভেরী ও মণিপুরি ভাষার মুখপত্র ইথাক’র ফটো সাংবাদিক রণজিৎ সিংহ, এনটিভি’র ক্যামেরা পার্সন আনিস রহমান, সাংবাদিক সুনীল সিংহ, মণিপুরি সমাজকল্যাণ সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি স্বপন কুমার সিংহ, সিলেট সদর শাখার সভাপতি রমেন্দ্র সিংহ বাপ্পা, মণিপুরি যুবকল্যাণ সমিতির সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সমাজকর্মী দেবাশীষ কুমার সিংহ, আসামের উদীয়মান সংগীত শিল্পী রাহুল সিনহা, বাংলাদেশ মণিপুরি যুবকল্যাণ সমিতির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলন কুমার সিংহ, সিলেট শাখার সাধারণ সম্পাদক রথীন্দ্র সিংহ, রাজনীতিক ও সংস্কৃতিকর্মী হাবিবুর রহমান চৌধুরী ও জয়যাত্রা টেলিভিশনের ক্যামেরা পার্সন শামীম হোসেন সামী।

মতবিনিময় শেষে কেক কেটে ‘বিধির বিধান’ চলচ্চিত্রের প্রস্তুতিমূলক কাজের সূচনা করা হয়। সবশেষে নির্মিতব্য চলচ্চিত্রের অন্যতম পরিচালক হৃষীকেশ সিনহা ঋষি’র হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত