১৮ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:৫৫
মহান ভাষা আন্দোলন ও একাত্তরের বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলী অর্পন করে সিলেটে সমকাল সুহৃদ সমাবেশের নতুন কমিটির যাত্রা শুরু হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পনের পর নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ১২ অক্টোবর সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে আয়োজিত ‘জানালাটা খুলে দাও’ শীর্ষক কর্মশালা সফলসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় কর্মশালা সফলে সংগঠনের সহ-সভাপতি জেসমিন সুলতানাকে আহবায়ক করে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা ও সমকাল সিলেট ব্যুরো প্রধান চয়ন চৌধুরী।
সংগঠনের সভাপতি রাজ কুমার দাস তনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুব্রত বসুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সমকাল সিলেট ব্যুরো ফটো সাংবাদিক ইউসুফ আলী, সহ-সভাপতি জেসমিন সুলতানা, এমরান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল পুরকায়স্থ, সাংগঠনিক সম্পাদক রাজু তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক ইমরান সোহান, সহ অর্থ সম্পাদক সুজিত দাশ, দফতর সম্পাদক ঝলক বিশ্বাস জয়, সাহিত্য সম্পাদক আলমগীর ফারজান, সাংস্কৃতিক সম্পাদক সজীব চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক পংকজ রায়, সহ সমাজকল্যাণ সম্পাদক আসমা আক্তার মনি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুবোধ কর, নারী বিষয়ক সম্পাদক সুইটি রায়, পরিবেশ বিষয়ক সম্পাদক মারুফ আহমদ, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক আহমেদ ফরিদ, পাঠচক্র সম্পাদক নিলয় দাস তনু, সহ পাঠচক্র সম্পাদক দীপ্ত বৈদ্য, কার্যনির্বাহী সদস্য লুৎফা আহমদ লিলি, হেনা বেগম, লিটন চন্দ্র শীল, জয় বৈদ্য শিপলু, নৃপেন্দ্রনাথ শেখর, তৌকির হোসেন তামু, সাবের হোসেন রানা, সুহৃদ ফাতেমা আহমদ, সজিব তালুকদার আবির, ওয়ায়েছ আহমদ রবিন, মো. হাফিজুল ইসলাম সবুজ, সনজু তালুকদার প্রমুখ।
আপনার মন্তব্য