সংবাদ বিজ্ঞপ্তি

৩০ জানুয়ারি, ২০২০ ১৬:৫৩

সম্প্রীতির সরস্বতী পূজা উদযাপন

সিলেটের লামাবাজারে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজার আয়োজন করেছে সামাজিক সংগঠন ‘সম্প্রীতি’। ‘পৃথিবীর নদী, বন কিংবা পাহার- মানুষ, তুমি নও মালিক তাহার’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে পূজার আয়োজন করেন তারা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টায় পূজা শুরু হয়, সকাল ৯টায় পুষ্পাঞ্জলি দেয়া হয়। পরে দুপুর ১২টায় প্রসাদ বিতরণ করা হয়। এতে ধর্ম মত নির্বিশেষে নানা স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

পূজা আয়োজক কমিটির সদস্য দিবাকর সরকার জানান, এবার সরস্বতী পূজা আয়োজনের মাধ্যমে আমরা মূলত সবাইকে প্রকৃতি রক্ষা ও প্রকৃতির প্রতি সদয় হওয়ার আহবান জানাচ্ছি। সম্প্রতি অ্যামাজনে দাবানল, গ্লোবাল ওয়ার্মিং, মানুষ সৃষ্টি বিপর্যয়ে প্রকৃতির অন্যান্য প্রাণীকুলের ক্ষতিসাধন হচ্ছে। এসকল বিশয়ে সবাইকে সচেতন করতে চাই আমরা।

তিনি জানান, ‘সম্প্রীতি’ একটি অসাম্প্রদায়িক চেতনার দল। সকলকে পূজার আয়োজনে আমন্ত্রণ জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত