সংবাদ বিজ্ঞপ্তি

০২ ফেব্রুয়ারি , ২০২০ ১৮:৫২

ক্রীড়া সংগঠক শাহীনের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

সিলেট জেলা ক্রীড়া সংস্থার নিবন্ধনকৃত আবাহনী ক্রীড়াচক্র সিলেটের সভাপতি ও ক্রীড়া সংগঠক সাইফুল আলম খাঁন শাহীনের (৫২) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ হতে বাফুফে’র কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ হতে সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

এছাড়াও শোকপ্রকাশ করেছেন সংস্থার কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী, অ্যাডভোকেট নিজাম উদ্দিন ও নাজনীন হোসেন এবং কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি ও আবাহনী ক্রীড়াচক্র সিলেটের সাধারণ সম্পাদক মঈনউদ্দিন আহমদ, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মালিক রাজা, কোষাধ্যক্ষ আব্দুর রকিব, কার্যনির্বাহী সদস্য নুরে আলম খোকন, মাসুক মিয়া, সমর চৌধুরী, আজাদুর রহমান আজাদ, মাহমুদ হোসেন শাহীন, ফাহমিন মুর্শেদ চৌধুরী বাবু ও জাহান-ই-আলম নুরী চৌধুরী রাহেল, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ হতে সহ-সভাপতি হাজী হেলাল উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহ-সভাপতি হাজী এম.এ.সাত্তার, বিমলেন্দু দে নান্টু ও জুনেদ আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম (সুনু মিয়া), সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা মহিউদ্দিন শিরু, ক্রীড়া সংগঠক সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, গোলাম জাবির চৌধুরী জাবু, আক্কাছ উদ্দিন আক্কাই, আবাহনী ক্রীড়াচক্র সিলেটের সহ-সভাপতি নাজনীন হোসেন, আব্দুল হাই, আব্দুল করিম নাজিম, উবেদুজ্জামান চৌধুরী ছালাম, জাকারিয়া খান, সিলেট জেলা ক্লাব সমিতির সহ-সভাপতি আজহার উদ্দিন জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক হাজী মিলাদ আহমদ প্রমুখ।

তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, সাইফুল আলম খান শাহীনের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের চন্দগ্রাম গ্রামে। যুক্তরাজ্য প্রবাসী শাহীন আলীনগর ইউনিয়ন সমাজকল্যাণ সমিতি ইউকের সভাপতি।

আপনার মন্তব্য

আলোচিত