২১ সেপ্টেম্বর, ২০১৫ ১৩:৫৮
সিলেট মহানগর ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন পারভেজ ও ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদুর রহমান জাহেদ-এর গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাইদ আহমদ ও সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না এবং মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ ও সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমান।
এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জেল, জুলুম, অত্যাচার আর নিপীড়ন এই অবৈধ সরকারের ক্ষমতায় থাকার হাতিয়ার হয়ে দাড়িয়েছে। দেশের প্রতিটি জেলা-উপজেলা পর্যায়ে বিরোধী দল ও মতের মানুষের উপর পরিকল্পিতভাবে এই স্বৈরাচারী সরকার জুলুম-নির্যাতন চালাচ্ছে। আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশাসনকে বিরোধী মতের মানুষের উপর যথেচ্ছা ব্যবহার করছে।
নেতৃবৃন্দ অবিলম্বে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন পারভেজ ও জাহেদুর রহমান জাহেদ-এর মুক্তি দাবি করেন এবং তাদের নামে করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
আপনার মন্তব্য