সংবাদ বিজ্ঞপ্তি

১৮ ফেব্রুয়ারি , ২০২০ ১৪:৩২

সিলেটে লোকনাথ ব্রহ্মচারীর পাদুকা উৎসব ২৫ ফেব্রুয়ারি

সিলেটে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর পাদুকা উৎসব আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগামী মঙ্গলবার নগরীর মনিপুরী রাজবাড়ি মির্জাজাঙ্গালে অবস্থিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দির ও আশ্রমে পাদুকা উৎসবের আয়োজন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে, ২৪ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যা সাড়ে ছয়টায় অধিবাস, সন্ধ্যা ৭টায় আরত্রিক কীর্তন ও রাত ৮টায় নাম সংকীর্তন যা পরিবেশন করবেন শংকর কীর্তনিয়া ও তার দল।

২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার)  ভোর ৬ টায় ঊষা কীর্তন (পরিবেশনায় শংকর কীর্তনিয়া ও তাঁর দল)। সকাল সাড়ে আটটায় সমবেত গীতা পারায়ণ (পরিবেশনায় শ্রী মা সারদা সংঘ, সিলেট)।

সকাল সাড়ে নয়টায় বিশেষ পূজা ও অঞ্জলি প্রদান, পরে সকাল বাল্যভোগ নিবেদন শেষে সকাল সোয়া দশটায় বিশ্ব শান্তিকল্পে মৌন ধ্যান, সকাল সাড়ে ১০টায় বাল্যভোগের প্রসাদ বিতরণ, দুপুর ১টায় রাজভোগ নিবেদন, দুপুর দেড়টায় মহাপ্রসাদ বিতরণ ও সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশেষ আরিত্রিক কীর্তন।

আপনার মন্তব্য

আলোচিত