সিলেটটুডে ডেস্ক

১৯ ফেব্রুয়ারি , ২০২০ ২৩:৩৩

সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের পরিচালনা পরিষদের সাধারণ সভা

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের পরিচালনা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম।

ভাষার মাসে ভাষা শহীদের স্মরণ করে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে সভাপতি সভা শুরু করেন। সভার প্রথমে সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের যাতায়াত সুবিধার্থে প্রতিষ্ঠাতা সদস্য ইসমাইল গনি হিমন একটি মাইক্রবাস (সুজুকি অমনি রেজি নং সিলেট চ - ১১ ০৫৭৬) অনুদান হিসাবে প্রদান করনে স্কুল ফান্ডে। মুজিববর্ষ উপলক্ষে সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশন ও সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুল বিভিন্ন কার্যক্রম গ্রহন করা হয়। এরমধ্যে রয়েছে- সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলে প্রাঙ্গনে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর সিরামিক মুর‌্যাল নির্মাণ। বিশ্ব অটিজম দিবসে মুজিববর্ষ উপলক্ষে ১০০জন বিশেষ শিশুদের আঁকা ছবি নিয়ে চিত্র প্রর্দশনী ও শিশু চারুকালা উৎসবের আয়োজন। এছাড়া বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে সভাপতি আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের পরিচালনা পরিষদে সদস্য অনিল কৃষ্ণ মজুমদার,  জেলা শিক্ষা অফিসার, সিলেট, নিবাস রঞ্জন দাশ, জেলা সমাজসেবা অফিসার, নাজমা বেগম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, আলী দেলোয়ার, সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশন প্রতিনিধি, মিতালী দেব, দাতা সদস্য, বিপ্রেশ রঞ্জন রায়, প্রতিষ্ঠাতার সদস্য, সিদ্ধার্থ শংকর রায়, কর্মকর্তা , প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, ঈশিতা রায়, শিক্ষক সদস্য, জমির আহমদ, অভিভাবক সদস্য এবং ইসমাইল গনি হিমন, সদস্য সচিব, সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুল, সিলেট।

আপনার মন্তব্য

আলোচিত