২৩ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:০৯
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের আয়োজনে বুধবার (২৩ সেপ্টেম্বর) জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের প্রশাসক মরহুম আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
সিলেট জেলা ইউনিট কমান্ডের কমান্ডার শ্রী সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার আহবায়ক মোহাম্মদ সালাউদ্দিন পারভেজের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সন্তান কমান্ড সিলেট জেলা শাখার কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম।
শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ সিলেট জেলা শাখার সভাপতি কলন্দর আলী, সিলেট মহানগর ন্যাপের সভাপতি মো. ইসহাক আলী, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সিকন্দর আলী, সাম্য বাদী দল সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ধিরেন সিং, সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক আল আজাদ, জেলা ইউনিট কমান্ডের ক্রীড়া কমান্ডার সুরুজ আলী, ত্রাণ ও সমাজকল্যাণ আতিক আহমদ চৌধুরী (যুদ্ধাহত), দক্ষিণসুরমা উপজেলা কমান্ডার মো. কুটি মিয়া, সদর উপজেলা কমান্ডার মনতাজ মিয়া, সিলেট মহানগর ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার দিপংকর চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আমান উদ্দিন আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য শংকর দাস।
এছাড়াও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা যুবলীগের অর্থ সম্পাদক মো. আবু তাহের, গোলাপগঞ্জ উপজেলা সন্তান কমান্ডের সদস্য মো. মনজ্জিল আহমদ, আব্দুল্লাহ আল সুয়েদ, সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সদস্য আরাফাত হোসেন সোহাগ, দুলাল আহমদ, যুব কমান্ড সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহিন আহমদ চৌধুরী নয়ন, সদস্য সাদিকুর রহমান সাদিক, বিপ্রদাস বিশু বিক্রম, মো. কামাল আহমদ, রাফসার উদ্দিন সানি, মো. মোস্তাক আহমদ, মো. মাহফুজুর রহমান, নিজাম উদ্দিন প্রমূখ।
আপনার মন্তব্য