তাহিরপুর প্রতিনিধি

০৫ মার্চ, ২০২০ ২৩:৪৬

তাহিরপুরে সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে উত্তর বড়দল ইউনিয়নের হলহলিয়া চরগাঁও গ্রামে শাহদশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট দক্ষ নারী উন্নয়ন প্রকল্প, প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও বিনামূল্যে সেলাই মেশিন করা হয়েছে।

অনুষ্ঠানে জহির মিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সমাজ সেবক মাসুক মিয়া।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বড়দল উত্তর ইউপির ৯নং ওয়ার্ডের মেম্বার জিয়াউর, বড়দল দক্ষিণ ইউপির ৪নং ওয়ার্ড মেম্বার আব্দুর রউফ, মাইজভাণ্ডারী কমিটির সিলেট বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত আফজাল হেসেন সানি, কেন্দ্রীয় কমটির সভাপতি আক্তার হোসেন, কিশোরগঞ্জ জেলার দায়িত্ব প্রাপ্ত কিবরিয়া।

এছাড়াও বক্তব্য রাখেন, তারা মিয়া, জাহের মিয়া, ওহেদ মিয়া, ধন মিয়া, ফুল মিয়া, হানিফ মিয়া, জালাল মিয়া, গাপার মিয়া, শাহাব উদ্দিন, আক্তার মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত