ডেস্ক রিপোর্ট

৩০ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:০১

প্রতিভাবান খেলোয়াড় গড়তে দীর্ঘমেয়াদী কর্মসূচীর আয়োজন করা হবে: মাহি উদ্দিন আহমদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় ২০১৫-২০১৬ ক্রিকেট মৌসুমের বয়সভিত্তিক অনূর্ধ্ব- ১৪ , ১৬ ও ১৮ ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে সিলেট জেলা বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৪ , ১৬ ও ১৮ ক্রিকেট দল গঠনের জন্য ৩০ সেপ্টেম্বর ২০১৫ খ্রি. বুধবার সিলেট জেলা স্টেডিয়ামে চলমান খেলোয়াড় বাছাই কর্মসূচীতে অংশগ্রহণকারী বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৪ , ১৬ ও১৮ বৎসর বয়সের ক্রিকেট খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

এতে উপস্থিত ছিলেন ক্রিকেট কোচ মোঃ রানা মিয়া, মোঃ মারুফ হাসান, রিংকু সরকার, এটিএমইকরাম, এমদাদুল হক দাদুল, রাজু আহমদ, আলমাস আহমদ শুক্কুর, পলাশ কর, ওলিউর রহমান, নাসির প্রমুখ।

সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব মাহি উদ্দিন আহমদ সেলিম খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, তৃণমূল পর্যায় হতে প্রতিটি ইভেন্টে প্রতিভাবান খেলোয়াড় তৈরীর লক্ষ্যে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ কর্মসূচী ও প্রতিযোগিতার আয়োজন করা হবে মর্মে এবং সিলেটের ক্রিকেটের হৃৎঐতিহ্যকে ফিরিয়ে আনার লক্ষ্যে তিনি সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা একজন ক্রীড়া সংগঠক হিসেবে অত্র সংস্থার বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দকে নিয়ে খেলোয়াড়বৃন্দসহ সিলেটের ক্রীড়াঙ্গন সংশ্লিষ্ট সকল সম্মানিত ব্যক্তিবর্গের আন্তরিক সহযোগিতায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন ।

আপনার মন্তব্য

আলোচিত