সংবাদ বিজ্ঞপ্তি

০১ এপ্রিল, ২০২০ ১৯:০৪

ছাতকের জিয়াপুরে মানবিক যুব ঐক্য পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘরবন্দী থাকা দিনমজুর ও দুস্থ ৬৫ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ছাতকের জিয়াপুরে মানবিক যুব ঐক্য পরিষদ।

বুধবার (১ এপ্রিল) সুনামগঞ্জের ছাতক উপজেলার জিয়াপুর পুরান সিংচাপইড় গ্রামের দিনমজুর ও দরিদ্র পরিবারে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেন পরিষদের নেতৃবৃন্দ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ লিটার তৈল, ১ কেজি পিয়াজ এবং হাত ধোয়ার জন্য সাবান ও এক পাতা প্যারাসিটামল ট্যাবলেট।

এ সময় উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা এম এ বারেক লয়লুছ, আব্দুল আমিন, খালেদ মাসুদ সুজন। পরিষদের সভাপতি মো. সাইফুল ইসলাম, সহসভাপতি অলিউর রহমান আলেক, রফিক উদ্দিন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, যুগ্ম সম্পাদক, জুবায়ের আহমদ, কোষাধ্যক্ষ কাওছার আহমেদ, সহপ্রচার সম্পাদক জহির ফারাবী, কামরান আহমদ, সদস্য শাহিনুর রহমান, জসিম উদ্দিন, লুৎফুর রহমান, আনোয়ার হুসেন।

পরে সারা বিশ্বের সকলকে এই মহামারী থেকে মুক্তি দিতে ও এই খাদ্য সামগ্রী বিতরণে দেশি-বিদেশি যারা আর্থিক ভাবে সাহায্য করেছেন সকলের সুস্থতার জন্য পরগণা বাজার জামে মসজিদে এক দোয়া মাহফিল করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত