০২ মে, ২০২০ ১৮:৫০
‘পুষ্টি উন্নয়নের বুনিয়াদ’ স্লোগানে জাতীয় পুষ্টি সপ্তাহ’২০ উপলক্ষে যশোরের শার্শায় পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২ মে) দুপুরে শার্শা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শার্শা যশোরের আয়োজনে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুস্থ ও গর্ভবতী মায়েদের মধ্যে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলীসহ প্রমুখ।
আপনার মন্তব্য