০৬ মে, ২০২০ ১৮:৫৩
স্বেচ্ছাসেবী সংগঠন সেভ সিলেটের পক্ষ থেকে সিলেট নগরীতে ইফতার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) নগরের দায়িত্বপালনরত পুলিশ, সেনা সদস্য, র্যাব ও নিরাপত্তাকর্মীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
সংগঠনের সমন্বয়ক ও স্বেচ্ছাসেবকগণ এ ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। তারা রাস্তায় রাস্তায় ঘুরে টহলরত পুলিশ, সেনা সদস্য, র্যাব ও নিরাপত্তাকর্মীদের মধ্যে ইফতারে প্যাকেট পৌঁছে দেন।
বিজ্ঞাপন
কার্যক্রম পরিচালনায় ছিলেন সংগঠনের সিলেট সিটি করপোরেশনের ১৫ নম্বর সমন্বয়ক তানভীর আহমদ, ১৯ নম্বর ওয়ার্ড সমন্বয়ক আমিনুল হক রানা, ৯ নম্বর ওয়ার্ড সমন্বয়ক এহসানুল হক ফরহাদ, ১৬ নম্বর ওয়ার্ড সমন্বয় আব্দুর রহমান সুমেল, ২৩ নম্বর ওয়ার্ড সমন্বয়ক হাসান সায়েম, ২৫ নম্বর ওয়ার্ড সমন্বয়ক জায়ন আহমদ, ২ নম্বর ওয়ার্ড সমন্বয়ক আখতার হোসেন আতিক, ৩ নম্বর ওয়ার্ড সমন্বয়ক জুহের হাসান, ৪ নম্বর ওয়ার্ড সমন্বয়ক আল মামুন শিমু, ৫ নম্বর ওয়ার্ড সমন্বয়ক নাসিম ইউ আহমদ, ৭ নম্বর ওয়ার্ড সমন্বয়ক আবিদ কাওসার, ৮ নম্বর ওয়ার্ড সমন্বয়ক আরফান মাসুম, ১০ নম্বর ওয়ার্ড সমন্বয়ক জুবায়ের আহমদ জাহেদ, ১২ নম্বর ওয়ার্ড সমন্বয়ক শফি মোহাম্মদ, ১৩ নম্বর ওয়ার্ড সমন্বয়ক নাজিউর রহমান চৌধুরী, ১৪ নম্বর ওয়ার্ড সমন্বয়ক মেহেদী হাসান, ১৭ নম্বর ওয়ার্ড সমন্বয়ক আতাউল হক রুমন, ১৮ নম্বর ওয়ার্ড সমন্বয়ক মাহফুজ হাসান তান্না, ২০ নম্বর ওয়ার্ড সমন্বয়ক আনাস চৌধুরী, ২২ নম্বর ওয়ার্ড সমন্বয়ক সিরাজুল হক তায়েফ, ২৪ নম্বর ওয়ার্ড সমন্বয়ক জাফর সারওয়ার, ২৬ নম্বর ওয়ার্ড সমন্বয়ক মুরাদ আহমদ, ২৭ নম্বর ওয়ার্ড সমন্বয়ক এসকে এসএ এমাদ, স্বেচ্ছাসেবক মুক্তার আহমদ, তানভির চৌধুরী, আনওয়ার হোসেইন, পল দাস, আসাদ রহমান, তাহরিম আহমদ সাকিব, আলী হুসেন, আব্দুস সামাদ সাদী, জাবেদ হোসেন, আবুল কালাম আজাদ, শায়খ আহমদ, রাব্বি আহমদ, তানভীর আহমদ, এম আই সৌরভ, এমদাদ মোহাম্মদ, আরিফ আহমদ রিপন, এমরান হোসেন প্রমুখ।
আপনার মন্তব্য