
০৭ মে, ২০২০ ১৯:১৩
করোনা মহামারীতে এবার বিভাগের অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলা অ্যালামনাই এসোসিয়েশন’।
সংগঠনের কোষাধ্যক্ষ ও ৫ম ব্যাচের শিক্ষার্থী মো. জাকির হোসাইন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান মহামারী করোনা ভাইরাসের কারণে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। দেশের এ পরিস্থিতিতে ‘বাংলা অ্যালামনাই এসোসিয়েশন সাস্ট’ বিভাগের শিক্ষার্থী, যারা সাময়িকভাবে অর্থনৈতিক সমস্যায় পড়েছে তাদের পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা থেকে এগিয়ে এসেছে।
বিভাগের শিক্ষার্থী যারা সাময়িকভাবে অর্থনৈতিক সমস্যায় পড়েছে তাদের সহযোগিতার জন্য আমরা তহবিল গঠন করেছি। গঠিত তহবিলের অর্থ থেকে প্রথম ধাপে ২০ জন শিক্ষার্থীকে এককালীন নগদ অর্থ প্রদান করা হয়েছে।
এ পরিস্থিতি থেকে পরিত্রাণ না পাওয়া পর্যন্ত সংগঠনটির এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আপনার মন্তব্য