সংবাদ বিজ্ঞপ্তি

০৭ মে, ২০২০ ২৩:৫১

বৃহত্তর হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডস’র খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকার বিভিন্ন গ্রামের দরিদ্র কর্মহীন ও মধ্যবিত্ত পরিবারের  মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বৃহত্তর হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডস।

বৃহস্পতিবার (৭ মে) চতুর্থ ধাপে দিনব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

মহামারী করোনা ভাইরাস জনিত দুর্যোগময় সময় ও পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র মানুষের জন্য হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডসের সেবামূলক কার্যক্ষম অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় মোল্লাগ্রাম, উরালসী, মালিপাড়া  তুরুকবাগ, খালোপাড় সহ বিভিন্ন পাড়া-মহল্লায় অসহায় পরিবারের মধ্যে চাল, ডাল, পিয়াজ, আলু, তৈল, ইত্যাদি  খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডসের সদস্য ফরহাদ আহমেদ, শরিফ আহমেদ, মনসুর আলম, সুমন আহমেদ, সবুর, রায়হান, ইমরান, বাপ্পু, রাসেল, হিরা, মাহিন, প্রদীপ, মাহমুদ, সয়ফুল আলম, জুম্মান, আফসান, জিয়া উদ্দিন প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংগঠনের সদস্যবৃন্দ রাতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।

আপনার মন্তব্য

আলোচিত