০৮ মে, ২০২০ ১৩:২৮
মহামারী করোনার এই সময়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছে রিলেশন টু পিপল।
নবীগঞ্জের সামাজিক সংগঠন রিলেশন টু পিপল ৩য় ধাপে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে৷ তারই ধারাবাহিকতায় এ পর্যায়ে নবীগঞ্জ পৌর এলাকায় অবস্থিত বেশ কয়েকটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এবং মন্দিরের পূজারীদের কাছে তাদের উপহারসামগ্রী পৌঁছে দিচ্ছেন।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের উচিত একে অপরের প্রতি সহনশীল হওয়া এবং সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া। আর এভাবেই বেঁচে থাকবে দেশের মানুষ এবং মানুষের মধ্যে বসবাসরত মানবতা।
আপনার মন্তব্য