সিলেটটুডে ডেস্ক

১২ মে, ২০২০ ২১:৪০

গোবিন্দগঞ্জ আব্দুল হক কলেজের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে খাদ্যসহায়তা

গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে সুনামগঞ্জের বিভিন্ন এলাকার নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে কষ্টে থাকা সুবিধাবঞ্চিত মানুষের সাহায্যার্থে সিলেট-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন পয়েন্টে মঙ্গলবার (১২ মে) কলেজের ২০০০ ব্যাচের শিক্ষার্থীরা ৩০০ পরিবারের মধ্যে এসকল খাদ্যসামগ্রী বিতরণ করেন।

মো. এওয়ার হোসেন হৃদয়ের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে সহযোগিতায় ছিলেন আনহার মিয়া ও আশরাফ উদ্দিন।

খাদ্যসাহায্য সামগ্রী বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমির উদ্দিন, লাবনী, সিজ্জিল, আলী হোসেন , ইলাল, সালেহ আহমদ, লিটন, লালন, মঞ্জুর, গিয়াস,পারভেজ, আলী হোসেন, কিবরিয়া, কবির, জুয়েল, আল আমীন জুনেদ, বদর, সুফিয়ান, শফর আলী, শাহ আলম, আমিনুল, আকাশ, তাজ উদ্দিন, চৌধুরী জুয়েল, আবদাল, রহিম, ফখর, কোহিনূর, জাহিদুল, শাহীন, মুর্শেদ, কোহিন, সুজন, কয়েস, সেলিম, আফতাব, রিয়াজ, শায়েস্তা, সেলিম, অঞ্জন, শাহীন, মান্না, সবুজ, মখলিছ।

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে গোবিন্দগঞ্জ আব্দুল হক বিশ্ববিদ্যালয় কলেজের ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

আপনার মন্তব্য

আলোচিত