স্পোর্টস ডেস্ক

১০ জুলাই, ২০২০ ২২:৫২

চ্যাম্পিয়নস লিগের সেমিতে রোনালদো-মেসির লড়াইয়ের সুযোগ

চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনাল এখনও নিশ্চিত হয়নি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের। কিন্তু ওই পরীক্ষা পাস করলে কোয়ার্টার ফাইনালে আবার বড় পরীক্ষা তাদের সামনে। সেই হিসেবে আগেই শেষ আট নিশ্চিত করা পিএসজি ও অ্যাতলেটিকো মাদ্রিদ সহজ প্রতিপক্ষ পেয়েছে বলতে হবে।

দ্বিতীয় রাউন্ডের শেষ লেগে রিয়াল মাদ্রিদ খেলবে ম্যানসিটির বিপক্ষে। ওই লড়াইয়ে জিতলে দ্বিতীয় লেগ বাকি থাকা জুভেন্টাস ও লিঁওর মধ্যে যারা জিতবে তাদের বিপক্ষে খেলতে হবে জিদান কিংবা পেপের শিষ্যদের। সেই হিসেবে রিয়াল-জুভেন্টাস কিংবা ম্যানসিটি-জুভেন্টাস লড়াই দেখা যেতে পারে। প্রথমে লেগে রিয়াল ঘরের মাঠে ২-১ গোলে ম্যানসিটির কাছে হেরেছে। জুভেন্টাস অ্যাওয়ে ম্যাচে লিওর বিপক্ষে হেরেছে ১-০ গোলে।

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল ড্র

১. রিয়াল মাদ্রিদ-ম্যানসিটির জয়ী বনাম জুভেন্টাস-লিঁওর জয়ী

২. আরবি লাইপজিগ বনাম অ্যাতলেটিকো মাদ্রিদ

৩. বার্সেলোনা-নাপোলি জয়ী বনাম বায়ার্ন মিউনিখ-চেলসি জয়ী

৪. পিএসজি বনাম আটালান্টা

ওদিকে বার্সেলোনা দ্বিতীয় লেগে নাপোলির বিপক্ষে জিতে কোয়ার্টার ফাইনালে গেলে তাদের খেলতে হবে বায়ার্ন মিউনিখ-চেলসির মধ্যে এক দলের বিপক্ষে। প্রথম লেগে বার্সা-নাপোলি ১-১ গোলের সমতা করেছে। দ্বিতীয় লেগে বার্সা ঘরের মাঠে খেলবে বলে এগিয়ে আছে। কিন্তু বায়ার্ন মিউনিখ কোয়ার্টারে এক পা দিয়ে রেখেছে। কারণ প্রথম লেগে চেলসিকে জার্মান ক্লাবটি ৩-০ গোলে হারিয়ে ফিরেছে। কোয়ার্টারে তাই বার্সা-বায়ার্ন লড়াই দেখার সম্ভাবনাই বেশি।

অন্যদিকে পিএসজি শেষ আটে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইতালির ক্লাব আটালান্টাকে। স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ কোয়ার্টারে মুখোমুখি হবে জার্মান ক্লাব আরবি লাইপজিগের বিপক্ষে। পিএসজি-অ্যাতলেটিকো নিজেদের গ্রুপে জয় পেলে সেমিতে দেখা হবে তাদের। একদল উঠে যাবে ফাইনালেও।

সেমিফাইনাল: এক বনাম তিন, এবং দুই বনাম চার

একইভাবে চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালে দেখা যেতে পারে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা কিংবা মেসি-রোনালদোর লড়াই। রিয়াল যদি কোয়ার্টার পেরিয়ে সেমিফাইনালে আসতে পারে। অন্যদিকে কোয়ার্টারে উঠে যদি বায়ার্নের মতেো ক্লাবকে হারাতে পারে বার্সা তাহলে রিয়াল-বার্সার লড়াই দেখা যেতে পারে। ঠিক একইভাবে যদি জুভেন্টাস সেমিতে আসে এবং বার্সাও উঠতে পারে তবে লড়াইটা হবে মেসি-রোনালদোর ফাইনালে যাওয়ার।

আগামী ৭ ও ৮ আগস্ট চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দুই লেগের ম্যাচ মাঠে গড়াবে। এরপর কোয়ার্টার ফাইনাল হবে ১২-১৫ আগস্টের মধ্যে। সেমিফাইনালের ম্যাচ দুটি ১৮ ও ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়নস লিগের নতুন চ্যাম্পিয়ন নির্ধারণ হবে ২৩ আগস্ট।

আপনার মন্তব্য

আলোচিত