স্পোর্টস ডেস্ক

১৭ জুলাই, ২০২০ ১৭:৩১

মেসির চেয়ে বেনজেমা ভালো, বলছেন আর্জেন্টাইন গোলরক্ষক

স্প্যানিশ ফুটবলে সকল আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসি। ক্লাব ফুটবলের সকল অর্জন এ দুইজনের মাধ্যমে এসেছিল। রোনালদো স্প্যানিশ লালিগা ছেড়েছে কবছর হলো, একক অধিপত্য মেসিরই ওখানে, কিন্তু এবার আর্জেন্টাইন সাবেক এক গোলরক্ষক বলছেন, এ মৌসুমের বেনজেমা মেসির চেয়ে ভালো।

রিভার প্লেট ও বোকা জুনিয়র্সের সাবেক গোলরক্ষক হুগো গাত্তি করিম বেনজেমার প্রশংসায় পঞ্চমুখ। গতকাল ম্যাচের আগেই স্প্যানিশ টিভি শো এল চিরিঙ্গুইতোতে এসে বলেছেন, 'আমি বেশ কিছুদিন ধরেই বলছি মেসির পরিসংখ্যান দারুণ এবং একজন খেলোয়াড়ের কাছে যা চাইবেন ওর সব আছে। কিন্তু বর্তমানে করিম বেনজেমা মেসির চেয়ে ভালো।'

গাত্তির চোখে, দলীয় খেলায় বেনজেমা নাকি মেসির চেয়ে বেশি প্রভাব রাখেন, 'সে (বেনজেমা) মেসির চেয়ে ভালো। আপনি মনোযোগ দিয়ে যদি ফুটবল দেখেন, তাহলেই বুঝবেন অনেকদিন ধরেই সেরা ফর্মে নেই মেসি। বেনজেমা এখন মেসির চেয়ে বেশি কিছু দিচ্ছে। বর্তমানে এই ফরাসি খেলোয়াড় যা করছে বহুদিন রিয়ালের কোনো খেলোয়াড়কে এমন কিছু করতে দেখিনি, শুধু ক্রিশ্চিয়ানো রোনালদোই পেরেছিল।'

কাল বেনজেমার জোড়া গোলে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এ জয়ে বার্সেলোনার হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভেঙে দিয়ে লা লিগা জিতে নিয়েছে লস ব্লাঙ্কোরা। শিরোপা উৎসবে বেনজেমার জন্য বড় স্তুতিবাক্যই খরচ করেছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। বলেছেন, 'বেনজেমার ব্যালন ডি'অর জেতা উচিত। এ বছর বা গত বছর ওর চেয়ে ভালো কাউকে খেলতে দেখিনি।'

রোনালদোর বিদায়ের পর রিয়ালের আক্রমণভাগ একাই সামলাচ্ছেন বেনজেমা। নিজে গোল করছেন আবার সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেন। আক্রমণ গড়ে দিচ্ছেন প্লেমেকারের ভূমিকায়। আবার নিজের স্ট্রাইকার পরিচয়ও ভুলছেন না। এই প্রথম রিয়ালের জার্সিতে টানা দুই মৌসুম ২০ গোল করলেন লিগে। ২১ গোলের সঙ্গে এ মৌসুমে গোলে সহায়তা করেছেন আটবার। ফর্মটা ভালোই যাচ্ছে ৩২ বছর বয়সী স্ট্রাইকারের।

মেসির ফর্মও তো খারাপ নয়। বেনজেমার চেয়ে ৩০৬ মিনিট কম খেলেও ২৩ গোল। আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ২১টি গোল। কিন্তু আর্জেন্টাইন জাতীয় দলের সাবেক গোলরক্ষক হুগো গাত্তির কাছে এসব শুধুই পরিসংখ্যান।

আপনার মন্তব্য

আলোচিত