স্পোর্টস ডেস্ক

০৪ আগস্ট, ২০২০ ২৩:০৬

আইপিএলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ভিভো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) টাইটেল স্পন্সর থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে চীনের মোবাইল প্রস্তুতকারি প্রতিষ্ঠান ভিভো।

২০১৮ সালে পাঁচ বছরের জন্য আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে ভিভো চুক্তি করে। যার আর্থিক মূল্য ২,১৯৯ কোটি রুপি!

ভারতীয় ক্রিকেট বোর্ড গত রোববার (২ আগস্ট) জানায়, এবারের আইপিএলেও টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ভিভো। কিন্তু বোর্ডের এই ঘোষণার পর ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সীমান্ত বিরোধের প্রেক্ষিতে যখন পুরো ভারত জুড়ে চীনা পণ্য বয়কটের ডাক চলছে, তখন আইপিএলের চীনের প্রতিষ্ঠান কীভাবে এবং কোন মর্যাদায় টাইটেল স্পন্সর হিসেবে থাকে? এমন প্রশ্ন তোলেন অনেকে। বিতর্কের এই জেরে নিজেরাই সরে দাঁড়ায় ভিভো।

এখন নতুন করে আইপিলের জন্য টাইটেল স্পন্সর খুঁজতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।

১৩তম আইপিএলের আয়োজন করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দুবাই, শারজা এবং আবুধাবী এই তিন ভেন্যুতে বসছে এবারের আইপিএল। টুর্নামেন্টের উদ্বোধন হবে ১৯ সেপ্টেম্বর। ফাইনাল হবে ১০ নভেম্বর। ৫৩টি ম্যাচের মধ্যে ১০টি ম্যাচ হবে দিনের বেলা। আর ফ্লাডলাইটে হবে বাকি ম্যাচের আয়োজন।

দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। আর রাতের ম্যাচের আসর বসছে রাত ৮টায়।

আপনার মন্তব্য

আলোচিত