স্পোর্টস ডেস্ক

২০ আগস্ট, ২০২০ ০৩:১৮

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখ

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠেছে বায়ার্ন মিউনিখ। পর্তুগালের লিসবনে দ্বিতীয় সেমিফাইনালে বায়ার্ন ৩-০ গোলে হারিয়েছে অলিম্পিক লিওঁকে।

বায়ার্নের পক্ষে জোড়া গোল করেছেন সের্গে জিনাব্রি, অপর গোলটি করেন রবের্ত লেভানদোভস্কি। এনিয়ে ইউরোপ সেরার মঞ্চে এই নিয়ে একাদশ বারের মতো ফাইনালে উঠল বায়ার্ন।

আগামী রোববার পিএসজির মুখোমুখি হবে জার্মান চ্যাম্পিয়নরা। প্রথম সেমিফাইনালে আরবি লাইপজিগকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো প্রতিযোগিতাটির ফাইনালে উঠেছে পিএসজি।

ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারতো লিওঁ। পাল্টা আক্রমণে সতীর্থের থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে পড়েন মেমফিস ডিপাই। গোলরক্ষক মানুয়েল নয়ারকে একা পেয়েও পাশের জালে মেরে হতাশ করেন ডাচ ফরোয়ার্ড।

প্রথম ১৭ মিনিটে চাপ ধরে রাখা লিওঁ আরও দুটি ভালো আক্রমণ করে; কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় মেলেনি গোলের দেখা। ছোট ডি-বক্সে কার্ল তোকো একাম্বির একজনকে কাটিয়ে নেওয়া প্রচেষ্টা নয়ারকে ফাঁকি দিলেও পোস্টের বাধা এড়াতে পারেনি।

১৮তম মিনিটে জিনাব্রির দারুণ নৈপুণ্যে প্রথম সুযোগেই এগিয়ে যায় বায়ার্ন। মাঝমাঠ থেকে লম্বা পাস ধরে প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়ের মধ্যে দিয়ে আড়াআড়ি ছুটে গিয়ে ডি-বক্সের মুখ থেকে বুলেট গতির শটে গোলটি করেন জার্মান মিডফিল্ডার।

৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জিনাব্রি। বাঁ দিক থেকে ইভান পেরিসিচের গোলমুখে বাড়ানো পাস পেয়ে ঠিকমতো শট নিতে পারেননি রবের্ত লেভানদোভস্কি, গোলরক্ষক অঁতনি লোপেজও পারেননি বল হাতে জমাতে। সেখান থেকে জালে বল পাঠান জিনাব্রি। এবারের চ্যাম্পিয়ন্স লিগে ৯ ম্যাচে এটা তার নবম গোল।

ম্যাচের ৮৮তম মিনিটে লিওঁর কফিনে শেষ পেরেক ঠুকে দেন লেভানদোভস্কি। তার হেড কাঁপায় ফরাসি ক্লাবটির জাল। আর এতেই ৩-০ গোলের জয় নিয়ে ফাইনালে ওঠে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ।

আপনার মন্তব্য

আলোচিত