স্পোর্টস ডেস্ক

২১ আগস্ট, ২০২০ ১৪:৪৬

অবসরের আগেই ক্রিকেট বোর্ডে মোহাম্মদ নাবী

আফগান অলরাউন্ডার মোহাম্মদ নাবী এখনও ক্রিকেট থেকে অবসর নেননি, তবে অবসরের আগেই দেশটির ক্রিকেট বোর্ডের সদস্য পদ পেয়েছেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে নয় সদস্যের প্যানেলে নতুন নিয়োগ পাওয়া চারজনের মধ্যে নাবী একজন।

আন্তর্জাতিক ক্রিকেট এখনও খেলছেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার। টেস্ট ক্রিকেটকে বিদায় বললেও খেলে যাচ্ছেন সাদা বলের ক্রিকেট। টি-২০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তার বেশ দাম। বর্তমানে খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। আইপিএল-বিপিএল তো আছেই। সব মিলিয়ে ব্যস্ত সময় পার করেন ডানহাতি এই স্পিন অলরাউন্ডার।

নতুন চারজনের নামই চূড়ান্ত করেছেন আফগান বোর্ডের চেয়ারম্যান ফারহান ইউসেফজায়। সেটার চূড়ান্ত অনুমোদন দিয়েছেন বোর্ডের প্রধান পৃষ্ঠপোষক আশরাফ ঘানি।

মোহাম্মদ নাবী আফগানিস্তান ক্রিকেটের প্রথম নায়ক। আফগানিস্তান ক্রিকেটের উত্থানের পথে বড় অবদান এই স্পিন অলরাউন্ডারের। তিনি দেশের হয়ে তিনটি টেস্ট খেলেছেন। এছাড়া ১২৪ ওয়ানডে এবং ৭৭ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। আইপিএলে হায়দরাবাদের সঙ্গে ২০২০ সাল পর্যন্ত চুক্তি থাকা নাবী আইপিএলে ম্যাচ খেলেছেন ১৩টি।

আপনার মন্তব্য

আলোচিত