সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

১৯ অক্টোবর, ২০১৫ ০১:১০

দ্বিতীয় দিনেই জমে উঠেছে সিলেট-বরিশাল ম্যাচ

জাতীয় লিগের চতুর্থ পর্বের ম্যাচে লো-স্কোরিং প্রথম ইনিংসের পর দ্বিতীয় দিনেই জমে ওঠেছে সিলেট-বরিশাল ম্যাচ। বরিশাল বিভাগ প্রথম ইনিংসে ১৫৫ রানে গুটিয়ে যাবার পর সিলেট বিভাগকেও আটকে দেয় ১৭২ রানে।

দ্বিতীয় দিনের খেলা শেষে বরিশালের সংগ্রহ ৩ উইকেটে ১৫১ রান। ১৩৪ রানে এগিয়ে রয়েছে দলটি। সালমান হোসেন ৭২ ও আল আমিন ২ রানে ব্যাট করছেন। ১৩১ বলে খেলা সালমানের ইনিংসটি গড়া ১০টি চারে।

রবিবার (১৮ অক্টোবর) বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আগের দিনের এক উইকেটে ৪৫ রান নিয়ে ব্যাট করতে নামে সিলেট।

বরিশালের সোহাগ গাজী এবং গোলাম কবিরের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭২ রানেই গুটিয়ে যায় সিলেটের ইনিংস।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন রুমান আহমেদ। এছাড়া ইমতিয়াজ ২৫ এবং রাহাতুল ২০ রান করেন। বরিশালের পক্ষে সোহাগ গাজী ২৪ রানে নেন তিনটি উইকেট। এছাড়া ৪১ রানে পান তিনটি উইকেট পান গোলাম কবিরও।

বরিশাল বিভাগ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৬ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে। তবে তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক শাহরিয়ার নাফিস এবং সালমান হোসেন ১২৭ রানের জুটি গড়ে সে চাপ সামলে নেন। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করে অপরাজিত রয়েছেন সালমান। এছাড়া নাফিস করেন ৬৭ রান।

বরিশালের আউট হয় তিনটি উইকেটই তুলে নেন সিলেটের খালেদ আহমেদ।

সংক্ষিপ্ত স্কোর:
বরিশাল প্রথম ইনিংস: ৫৫ ওভারে ১৫৫

সিলেট প্রথম ইনিংস: ৬৮.২ ওভারে ১৭২ (ইমতিয়াজ ২৫, সায়েম ১১, জাকির ৯, কাপালী ৪, রুমান ৬৯, ফেরদৌস ২০, সাদিকুর ১৯*, নাসুম ০, নাজমুল ৪, খালেদ ১; তৌহিদ ১৬-৫-৪০-১, কবির ১৭-৭-৪১-৩, সোহাগ ১৭.২-৬-২৪-৩, নুরুজ্জামান ২-০-৩-০, মনির ৫-১-১৬-০, সালমান ৭-২-২৯-১, আল আমিন ১-০-১-০, সালেহ ৩-০-১৭-১)

বরিশাল দ্বিতীয় ইনিংস: ৪৬ ওভারে ১৫১/৩ (নাফীস ৬৭, শাহিন ৪, মাহমুদ ০, সালমান ৭২*, আল আমিন ২*; নাজমুল ২-০-১৭-০, খালেদ ১১-১-৩৩-৩, সায়েম ২-০-১৩-০, সাদিকুর ৬-১-২৭-০, কাপালী ৯-৩-২১-১, নাসুম ৯-১-২৩-০, ফেরদৌস ৭-১-১২-০)

আপনার মন্তব্য

আলোচিত