স্পোর্টস ডেস্ক

২৭ আগস্ট, ২০২০ ০২:৪৫

হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচ রাডফোর্ড

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সাবেক ব্যাটিং ও সহকারী কোচ টবি রাডফোর্ডকে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তাকে এক বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

এইচপি দলের আসন্ন শ্রীলঙ্কা সফর থেকেই কাজ শুরু করবেন টবি রাডফোর্ড। সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই শ্রীলঙ্কায় যাবে এইচপি দল।

৪৮ বছর বয়সী রাডফোর্ড বলেছেন, তিনি নতুন অ্যাসাইনমেন্টে যোগ দিতে মুখিয়ে আছেন। তিনি বলেছেন, ‘বিসিবি হাই পারফরম্যান্সের ইউনিটের হেড কোচ হিসেবে নিয়োগ পেয়ে আমি আনন্দিত। বাংলাদেশে বহু ইয়ং ট্যালেন্ট ক্রিকেটার আছে। তাদের সঙ্গে কাজ করতে পারার দারুণ সুযোগ এটি।’

টবি রাডফোর্ড আরো বলেছেন, ‘আমাকে এমন চমৎকার একটি সুযোগ দেয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানাই। কাজ শুরু করার জন্য আমার তর সইছে না। আশা করছি, তরুণ ক্রিকেটারদের দক্ষতা উন্নয়নে ভালো অবদান রাখতে পারব।’

আপনার মন্তব্য

আলোচিত