স্পোর্টস ডেস্ক

২৯ আগস্ট, ২০২০ ০০:৪৫

মেসি বার্সেলোনা ছাড়লে যে ক্ষতি রিয়াল মাদ্রিদের

লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ছেন এ খবর প্রায় নিশ্চিত। মেসির বার্সা ছাড়ার খবরে নড়েচড়ে বসেছেন দলটির সমর্থকেরা। শিরোপাহীন একটা মৌসুম এবং চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বিশাল ব্যবধানে পরাজয়য়ের পর মেসির দল বদলের ঘোষণা বড় ধাক্কা হয়ে দেখা দিয়েছে তাদের কাছে। লা লিগায় বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ সমর্থকেরা বার্সেলোনার শক্তি-ক্ষয়ে খুশি হওয়ারই কথা, কিন্তু সেটা একদমই হচ্ছেন না রিয়ালের সাবেক সভাপতি। তিনি বলছেন, মেসির বার্সা ছাড়ার ঘোষণায় উলটো ক্ষতিগ্রস্ত হবে রিয়াল মাদ্রিদ।

রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি র‌্যামন কালদেরন মেসির কাম্প নউ ছাড়ার সিদ্ধান্তে শুধু বার্সারই ক্ষতি মানছেন না, মেসির ক্লাব ছেড়ে যাওয়া নাকি রিয়ালের জন্যও হবে বড় ক্ষতির।

ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার সময়ও একটা আলোচনা ছিল—পর্তুগাল অধিনায়কের লা লিগা ছাড়ায় ক্ষতিটা মেসিরও হয়েছে। লা লিগায় মেসি-রোনালদোর প্রায় এক দশকের দ্বৈরথ দুজনকেই আরও ভালো খেলোয়াড় করে তুলেছিল বলে ধারণা অনেকের। মেসি বার্সেলোনা ছাড়লে রিয়ালেরও যে ক্ষতি হবে সেটা বোঝাতেও অমন কথাই বলেছেন কালদেরন। স্ট্যাটস পারফর্ম নিউজকে কালদেরন বলেছেন, ‘আমাদের লিগে বার্সেলোনার মতো দল থাকাটা গুরুত্বপূর্ণ। এটা রিয়ালের জন্যও ভালো। সেটা প্রতিদ্বন্দ্বিতার কারণেই। এমন দ্বৈরথ দুই দলকেই আরও ভালো করে তোলে।’ রিয়াল ও বার্সার দ্বৈরথকে আরও আকর্ষণীয় করে তুলেছিল মেসি-রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা। আমি সব সময়ই বলে এসেছি বার্সেলোনা খুব বড় দল। তারা আমাদের শত্রু নয়।

এমন দুজন খেলোয়াড়ের চলে যাওয়াটা যে দুই দলের জন্যই ক্ষতির সেটা বোঝাতে গিয়ে কালদেরন বলেছেন, ‘দ্বৈরথের কারণে আরও ভালো হয়ে ওঠার ব্যাপারটি ক্রিশ্চিয়ানো ও লিওনেলের ক্ষেত্রেও ঘটত। তারা দুজনে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলে ছিল। এটা তাদের আরও ভালো খেলোয়াড় করে তুলেছে। দুজনেই উন্নতি করতে উৎসাহ পেত এবং বেশি বেশি ট্রফি জিততে চাইত। চাইত একে অন্যকে হারাতে। রিয়াল ও বার্সেলোনার ক্ষেত্রেও বিষয়টা একই রকম।’

২০০৬ থেকে ২০০৯—এই তিন বছর রিয়ালের সভাপতি ছিলেন কালদেরন। তাঁর ‘আমল’ শেষে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে নাম লিখিয়েছেন রোনালদো। ২০১৮ সালে রোনালদোর চলে যাওয়ার পর অনেকটাই এলোমেলো হয়ে গিয়েছিল রিয়াল। লা লিগাকেই ধাক্কা দিয়েছে এ দলবদল। এবার কী হবে সেটা বলতে গিয়ে কালদেরনের কথা, ‘এবার বার্সেলোনার সময়টা ভালো নয়। সূত্র অনুযায়ী যেটা প্রতিদ্বন্দ্বীর জন্য ভালো নয়, সেটা অন্যদের জন্যও ভালো নয়। কোনো দলের ক্ষেত্রেই এমন বিষয় ঘটা আমি পছন্দ করি না।’

মেসির বার্সা ছাড়ার বিষয়টি নিয়ে বলতে গিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবটির প্রশংসাও করেছেন কালদেরন, ‘আমি সব সময়ই বলে এসেছি বার্সেলোনা খুব বড় দল। তারা আমাদের শত্রু নয়। আমি রিয়ালের সভাপতি থাকার সময়ে ক্লাবটির সভাপতি যাঁরা ছিলেন বা বোর্ডে যাঁরা ছিলেন তাঁদের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো ছিল। আমি সব সময়ই সেখানে ভালো আতিথেয়তা পেয়েছি।’ বার্সেলোনার শুভকামনাও করেছেন কালদেরন, ‘এটা পরিষ্কার যে বার্সেলোনার এখন খারাপ সময় যাচ্ছে। কিন্তু আশা করছি এটা তারা কাটিয়ে উঠবে।’

আপনার মন্তব্য

আলোচিত