স্পোর্টস ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০২০ ২০:৪০

বার্সেলোনা ছাড়লেন রাকিতিচ

বার্সেলোনার ক্রোয়াট মিডফিল্ডার ইভান রাকিতিচ কাম্প নউ ছেড়ে সেভিয়ার যোগ দিয়েছেন। নতুন কোচ রোনাল্ড কোম্যান দায়িত্ব নেওয়ার পর রাকিতিচের বার্সা ছাড়ার খবর শোনা যাচ্ছিল, এবং শেষ পর্যন্ত সেটাই ঘটল।

মঙ্গলবার এক বিবৃতিতে রাকিতিচের সঙ্গে চার বছরের চুক্তির বিষয়টি জানিয়েছে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া।

প্রাথমিকভাবে ৩২ বছর বয়সী রাকিতিচকে পেতে ১৫ লাখ খরচ হচ্ছে সেভিয়ার। তবে শর্ত সাপেক্ষে এর সঙ্গে আরও ৯০ লাখ ইউরো যোগ হতে পারে বলে জানিয়েছে বার্সেলোনা।

বিজ্ঞাপন

সেভিয়ায় প্রথম মেয়াদে ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত ছিলেন রাকিতিচ। ২০১৪ সালে তার নেতৃত্বে ইউরোপা লিগ জেতে দলটি। সেই বছরই তিনি যোগ দেন কাম্প নউয়ে। কাতালুনিয়ার দলটিতে ছয় বছরে চারটি করে লা লিগা ও কোপা দেল রে, একটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপসহ মোট ১৩টি শিরোপা জিতেছেন তিনি।

২০১৫ সালে বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাসকে ৩-১ ব্যবধানে হারানোর ম্যাচে বার্সেলোনার হয়ে প্রথম গোলটি করেছিলেন রাকিতিচ।

আপনার মন্তব্য

আলোচিত