স্পোর্টস ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০২০ ২০:২৫

বার্সাতেই থাকার ইঙ্গিত মেসির

ঘটনা যেদিকে মোড় নিচ্ছে, তাতে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারেন লিওনেল মেসি। আরও এক মৌসুম থাকতে পারেন পুরনো ক্লাব বার্সেলোনাতেই, এমনই ইঙ্গিত দিলেন দুই সংবাদকর্মী মার্টিন আরেভালো এবং সিজার লুইস মার্লো।

ইনস্টাগ্রাম বার্তায় আরেভালো লেখেন, ‘মেসি-বার্সা ইস্যুতে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। নতুন কিছু ঘটার সুযোগ আছে। চুক্তির মেয়াদ পূরণ করতে হয়তো আগামী মৌসুম পর্যন্ত বার্সাতেই থেকে যাবেন আর্জেন্টাইন তারকা। এটা নিয়েই তিনি ভাবছেন। কাতালান কর্তারা তাকে থেকে যেতে অনুরোধ করেছেন। তাই খুব দ্রুতই একটা সমাধান আসবে। সবাই সেটার অপেক্ষায়।’

মেসির বার্সায় থাকায় সম্ভাবনা নিয়ে টুইটারে মার্লো লেখেন, ‘লিওর বার্সায় থাকার সম্ভাবনা অনেক বেশি। এমনকি ৯০ শতাংশ। আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। আরও এক মৌসুম ন্যু ক্যাম্পে থাকা নিয়ে ভাবছেন মেসি। চুক্তির মেয়াদ শেষ করেই ক্লাব ছাড়বেন এই ফুটবলার।’

বিজ্ঞাপন

এর আগে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় হোর্হে মেসি এবং জোসেফ মারিয়া বার্তোমেউয়ের মধ্যকার গতকালের (বুধবার) বৈঠক।

টিওয়াইসি স্পোর্টস এবং মার্কার দাবি, কোনো মতেই মেসিকে বিক্রি করতে চায় না বার্সা। বার্সা বস তাই মেসির বাবা হোর্হেকে অনুরোধ করেন, ছেলেকে বুঝিয়ে মত পাল্টাতে। এমনকি এই তারকাকে ঘিরেই নিজেদের নতুন মৌসুমের ছক কষছে কাতালানরা। বার্তোমেউ সাফ জানিয়ে দেন, ‘আমরা মেসিকে বিক্রি করবো না। ওকে ঘিরেই আগামী মৌসুমের পরিকল্পনা চলছে। তাই দেরি না করে সে যেন দ্রুত আমাদের অনুশীলনে যোগ দেয়।’

ওদিকে মেসির বাবা ছেলের সিদ্ধান্তে অবিচল। বার্তোমেউকে সরাসরি বলেছেন, তার ছেলে আর বার্সায় থাকতে চায় না। এমনকি তার সাথে রিলিজ ক্লজের হিসাবটিও এখন নেই। তাই বিনা ট্রান্সফার ফিতেই তাকে নতুন ক্লাবে যেতে দেওয়া হোক

আপনার মন্তব্য

আলোচিত