স্পোর্টস ডেস্ক

১৮ অক্টোবর, ২০২০ ১১:৩২

গেতাফে’র কাছে বার্সেলোনার হার

আগের ম্যাচে সেভিয়ার বিপক্ষে ড্র করায় শনিবার বার্সেলোনা শিবিরে বেশ কিছু পরিবর্তন এনেছিল কোচ ডোনাল্ড কোম্যান। কিন্তু তার এ কৌশল কোন কাজেই আসেনি। জমজমাট ম্যাচে উল্টো গেতাফের মাঠে মৌসুমের প্রথম হারের স্বাদ পেল কাতালানরা।

শনিবার (১৭ অক্টোবর) রাতে লা লিগার ম্যাচে  ১-০ গোলে হেরেছে বার্সেলোনা। এরআগে কাতালানদের বিপক্ষে স্বাগতিকরা এমন স্বাদ পেয়েছিলো ৯ বছর আগে।

গেতাফের মাঠে শনিবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ছিল বার্সেলোনা। অন্য দিকে কোন অংশে কম ছিলো না গেতাফে। সব মিলিয়ে তাই

জমে ওঠে ম্যাচ। প্রথম ভালো সুযোগটা পায় স্বাগতিকরা। অষ্টাদশ মিনিটে গোলরক্ষক বরাবর শট নিয়ে দলকে হতাশ করেন নেমানিয়া মাক্সিমোভিচ। এর দুই মিনিট পরই এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পেয়েছিল কাতালানরা। প্রথমবারের মতো শুরুর একাদশে খেলা সের্জিনো দেস্তের কাছ থেকে বল পেয়ে লিওনেল মেসির বুলেট গতির শট ফেরে পোস্টে লেগে।

বিজ্ঞাপন

এদিকে ম্যাচের ২৯তম মিনিটে মেসির ফ্রি-কিকে ঠিক মতো হেড করতে পারেননি লংলে। পুরোপুরি ফাঁকায় ছিলেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা এই ফরাসি ডিফেন্ডার। এর কিছুক্ষণ পেদ্রির কাছ থেকে বল পেয়ে অবিশ্বাস্যভাবে অনেক উপর দিয়ে শট নেন গ্রিজমান।

বিরতির পর দ্রুত সময়ের মধ্যে এগিয়ে যায় গেতাফে। সে সময় ৫৬তম মিনিটে হাইমে মাতার সফল স্পট কিক করে গোল এনে দিলেন স্বাগতিকদের। ডিজেনে ডাকোনামকে ফ্রেঙ্কি ডি ইয়ং ফাউল করায় পেনাল্টি পায় স্বাগতিকরা।

পেছনে পড়ার পর একাধিক খেলোয়াড় পরিবর্তন করেন বার্সেলোনা কোচ। এর ফলে ম্যাচে আরও গতি বাড়ে অতিথিদের। কিন্তু প্রতিপক্ষের  গোলরক্ষককে পরীক্ষায় ফেলতে পারেনি বার্সেলোনা।

এ হারে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে বার্সেলোনা। পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে আছে রিয়াল। পাঁচ ম্যাচ খেলা গ্রাডানার পয়েন্টও ১০, তিনে আছে তারা। এদিকে গেতাফে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের চারে।

আপনার মন্তব্য

আলোচিত