স্পোর্টস ডেস্ক

২২ অক্টোবর, ২০২০ ২০:৩৬

ফিফা র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার উন্নতি

আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার র‍্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি হয়েছে আর্জেন্টিনার। বাংলাদেশ রয়েছে আগের অবস্থানেই।

করোনা মহামারির সময়ে কোনো ম্যাচ না খেলায় আগের মতোই ২১০ দেশের মধ্যে ১৮৭তম স্থানে রয়েছে বাংলাদেশ। টানা দুই জয়ে কাতার বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর ও বলিভিয়াকে হারানো আর্জেন্টিনা আগের নবম অবস্থান থেকে ওঠে এসেছে অষ্টম স্থানে।

শীর্ষ দশ দলের মধ্যে এক ধাপ উন্নতি হয়েছে স্পেনের। ষষ্ঠস্থানে উঠে এসেছে ১৬৩৯ পয়েন্ট নিয়ে। আর্জেন্টিনা ও স্পেনের উন্নতিতে এক ধাপ অবনমন হয়েছে ক্রোয়েশিয়া (নবম) ও উরুগুয়ের (সপ্তম)।

এ ছাড়া শীর্ষ পাঁচ দলের র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি। ১৭৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম, ১৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

ব্রাজিল তৃতীয়স্থানে আছে ১৭২৫ পয়েন্ট নিয়ে। চতুর্থস্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ১৬৬৯। আট পয়েন্ট কম নিয়ে পর্তুগাল আছে পঞ্চমস্থানে।

আপনার মন্তব্য

আলোচিত