স্পোর্টস ডেস্ক

২৪ অক্টোবর, ২০২০ ২২:৩৯

বার্সেলোনার মাঠে রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো জয়

ছবি: টুইটার

মৌসুমের প্রথম এল ক্লাসিকো জিতেছে রিয়াল মাদ্রিদ। লা লিগার বর্তমান ও রেকর্ড ৩৪ বারের চ্যাম্পিয়ন জিনদিনে জিদানের দল বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে ম্যাচ জিতেছে ৩-১ গোলে।

ম্যাচের ৫ মিনিটের মাথায় ফেদে ভালভার্দের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। সমতা ফেরাতে অবশ্য বেশিক্ষণ সময় নেয়নি স্বাগতিকরা। বার্সার আনসু ফাতি ম্যাচের অষ্টম মিনিটে সমতা ফেরান। এরপর দ্বিতীয়ার্ধে ৬৩তম মিনিটে সের্হিও রামোস পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন, আর ৯০তম মিনিটে বার্সার কফিনে শেষ পেরেক ঠুকে দেন লুকা মদ্রিচ।

ম্যাচের পঞ্চম মিনিটে ডান দিক থেকে বেনজেমার পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে জায়গা বানিয়ে কোনাকুনি শটে রিয়ালকে এগিয়ে দেন ভালভেরদে। এক গোলে পিছিয়ে পড়া বার্সা এর তিন মিনিটি পরই জর্দি আলবার পাস থেকে গোল করেন ফাতি।

৬৩তম মিনিটে রামোসের সফল স্পট কিকে আবারও এগিয়ে যায় রিয়াল। ডি-বক্সে বার্সেলোনা ডিফেন্ডার লংলে রিয়াল অধিনায়কের জার্সি টেনে ধরলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। হলুদ কার্ড দেখেন লংলে।

ম্যাচের ৯০তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের উদ্দেশে মদ্রিচের বাড়ানো বল ঠেকাতে পারেননি নেতো। আলগা বল রদ্রিগো ধরে বাড়ান মদ্রিচকে। মদ্রিচ ঠান্ডা মাথায় বল পাঠান বার্সেলোনার জালে।

ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে রিয়াল। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল সোসিয়েদাদ। তিন নম্বরে থাকা ভিয়ারিয়ালের পয়েন্টও ১১। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৭ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে।

আপনার মন্তব্য

আলোচিত