স্পোর্টস ডেস্ক

৩১ অক্টোবর, ২০২০ ২৩:৫৩

শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ, বেনজেমার জোড়া গোল

ছবি: টুইটার

লা লিগায় শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। প্রতিযোগিতার রেকর্ড ৩৪ বারের চ্যাম্পিয়নরা শনিবার আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ৪-১ গোলে জিতেছে হুয়েস্কার বিপক্ষে। রিয়ালের পক্ষে করিম বেনজেমা জোড়া গোল করেন। একটি করে গোল এসেছে এদেন হ্যাজার্ড ও ফেদে ভালভেরদের কাছ থেকে।

শুরু থেকে একের পর এক এক আক্রমণ করা রিয়াল মাদ্রিদ প্রথম গোলের দেখা পায় ম্যাচের ৪০তম মিনিটে। ভালভেরদের কাছ থেকে বল পেয়ে একটু এগিয়ে বাঁ পায়ের বুলেট গতির শটে জাল খুঁজে নেন এদেন হ্যাজার্ড। গত বছরের ৫ অক্টোবরের পর এই প্রথম লা লিগায় জালের দেখা পেলেন তিনি।

প্রথমার্ধের শেষের দিকে ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা। লুকাস ভাসকেসের ক্রস বুক দিয়ে নামিয়ে বাঁ পায়ের শটে জাল কাঁপান এই ফরাসি স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফের এগিয়ে যায় রিয়াল। বেনজেমার ক্রসে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন ভালভেরদে।

৭৪তম মিনিটে ব্যবধান কমায় হুয়েস্কা। মিরের ক্রস থেকে দারুণ স্লাইডে গোল করেন ফেরেইরো।

রিয়াল ৯০তম মিনিটে আবারও এগিয়ে যায়। রদ্রিগোর কাছ থেকে বল পেয়ে খুব কাছ থেকে হেডে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন বেনজেমা।

এই জয়ে ৭ ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে রিয়াল। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল সোসিয়েদাদ। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে তিন নম্বরে কাদিস।

আপনার মন্তব্য

আলোচিত