স্পোর্টস ডেস্ক

০৩ নভেম্বর, ২০২০ ০৯:৫৪

অসুস্থ ম্যারাডোনা হাসপাতালে ভর্তি

আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার দিয়েগো ম্যারাডোনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার রাতে বুয়েনস এইরেস থেকে এক ঘণ্টা দূরত্বের লা প্লাতার ইপেন্সা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসক লিপোলদো লুক সাংবাদিকদের জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তার অবস্থা ভালো ছিল না এবং তাকে অন্তত তিন দিন পর্যবেক্ষণে রাখা হবে। মানসিকভাবেও ভালো নেই তিনি। আর এটা তাঁর শরীরে প্রভাব ফেলেছে।

ম্যারাডোনার অবস্থা খুব একটা গুরুতর নয় বলেই আশ্বস্ত করেছেন লুক। তার ভাষ্য, ‘যতটা সুস্থ হলে আমি খুশি হতাম, তিনি অত সুস্থ নন।’

কী কারণে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারকে হাসপাতালে নেওয়া হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে চিকিৎসক সবাইকে আশ্বস্ত করে বলেছেন অন্তত কোভিড-১৯–সংক্রান্ত কিছু হয়নি তার।

গত কয়েক বছরে বেশ কয়েকবার হাসপাতালে যেতে হয়েছে ম্যারাডোনাকে। ২০১৯ সালে পাকস্থলীতে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে হাসপাতালে নিতে হয়েছিল তাকে। ২০১৮ সালে বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ দেখতে দেখতেই অসুস্থ হয়ে পড়েছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত