স্পোর্টস ডেস্ক

০৪ নভেম্বর, ২০২০ ১১:০১

রদ্রিগোর গোলে রিয়ালের জয়

চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ যখন দুই-দুই সমতায় এগিয়ে যাচ্ছিল তখন বদলি নামা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর গোলে জয় পায় রিয়াল।

মঙ্গলবার রাতে আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে ৩-২ গোলে জিতেছে জিনদিনে জিদানের দল। রিয়ালের পক্ষে বাকি দুই গোল করেন করিম বেনজেমা ও সের্হিও রামোস। ইন্টারের পক্ষে গোল করেন লাউতারো মার্তিনেস ও ইভান পেরিসিচ।

এনিয়ে আসরের তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল রেকর্ড ১৩ বারের ইউরোপ সেরা রিয়াল। শাখতার দোনেৎস্কের বিপক্ষে ঘরের মাঠে হেরে অভিযান শুরুর পর দ্বিতীয় ম্যাচে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ২-২ ড্র করেছিল ইউরোপের সফলতম দলটি। লিগে এখনও জয়ের দেখা পায়নি ইন্টার। প্রথম দুই ম্যাচ ড্র করেছিল তারা।

ম্যাচের ২৫তম মিনিটে দলকে এগিয়ে দেন করিম বেনজেমা। মাঝমাঠ থেকে গোলরক্ষককে অহেতুক দুর্বল ব্যাকপাস করেন আশরাফ হাকিমি। দারুণ ক্ষিপ্রতায় মাঝপথে বল ধরে আগুয়ান গোলরক্ষক সামির হান্দানোভিচকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে ঠান্ডা মাথায় গোল করেন ফরাসি ফরোয়ার্ড।

৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। টনি ক্রুসের কর্নারে লাফিয়ে নেওয়া হেডে ঠিকানা খুঁজে নেন রামোস। এটা রিয়ালের জার্সিতে রামোসের শততম গোল।

দুই মিনিট পর দারুণ এক আক্রমণে ব্যবধান কমায় তারা। বারেল্লার ব্যাকহিল পাস ডি-বক্সে পেয়ে ভারানের বাধা এড়িয়ে নিখুঁত শটে থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন মার্তিনেস।

৬৮তম মিনিটে আবারও গোল করে ইন্টার মিলান। ডান দিক থেকে মার্তিনেসের হেডে বাড়ানো বল ডি-বক্সে পেয়ে লুকাস ভাসকেসকে এড়িয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার পেরিসিচ।

দুই বদলি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বোঝাপড়ায় ৮০তম মিনিটে ফের এগিয়ে যায় রিয়াল। বাঁ দিক থেকে ভিনিসিয়াস জুনিয়রের বাড়ানো পাস ডান দিকে ডি-বক্সে ফাঁকায় পেয়ে জোরালো শটে দলের জয় নিশ্চিত করেন মার্কো আসেনসিওর বদলি নামা রদ্রিগো।

আপনার মন্তব্য

আলোচিত