স্পোর্টস ডেস্ক

০৫ নভেম্বর, ২০২০ ১০:৫১

চ্যাম্পিয়ন্স লিগে জিতেই চলেছে বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় টানা চার ম্যাচ জয়হীন থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে জিতেই চলেছে বার্সেলোনা। টানা তিন জয়ের দিনে গতরাতে তারা ইউক্রেনিয়ান দল দিনামো কিয়েভকে।

কাম্প নউতে রোনাল্ড কোম্যানের দল জিতেছে ২-১ গোলে। আরও একবার পেনাল্টি থেকে গোল করেছেন দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসি, অপর গোলটি করেন ডিফেন্ডার জেরার্দ পিকে। কিয়েভের পক্ষে একমাত্র গোল করেন টিসাইহানকভ।

ম্যাচের পঞ্চম মিনিটেই মেসির সফল স্পট কিকে এগিয়ে যায় বার্সেলোনা। চলতি আসরে এটি আর্জেন্টাইন ফরোয়ার্ডের তৃতীয় গোল, তিনটিই পেনাল্টি থেকে। তাকেই ডেনিস পোপভ ফাউল করায় পেনাল্টি পেয়েছিল স্বাগতিকরা।

৬৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিকে। আনসু ফাতির ক্রসে নিখুঁত হেডে জাল খুঁজে নেন এই ডিফেন্ডার।

ম্যাচে দারুণ দক্ষতায় একের পর এক আক্রমণ নস্যাৎ করে দেওয়া বার্সা গোলরক্ষক টের স্টেগেন ৭৪তম মিনিটে আর জাল অক্ষত রাখতে পারেননি। একটি ফ্লিক তিনি ঠিক মতো বিপদমুক্ত করতে পারেননি। ছুটে এসে এবার তাকে পরাস্ত করে জাল খুঁজে নেন টিসাইহানকভ।

টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে বার্সেলোনা। দিনের অন্য ম্যাচে ফেরেন্সভারোসকে হারানো জুভেন্টাস ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে। দিনামো ও ফেরেন্সেভারোসের পয়েন্ট এক করে।

আপনার মন্তব্য

আলোচিত